।। নিউজ ডেস্ক ।।
‘দুর্নীতির বিরুদ্ধে এক সাথে’ এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামে সচেতন নাগরিক কমিটি-সনাক স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনে অভিজ্ঞতা বিনিময় শীর্ষক দিনব্যাপী সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভার উদ্বোধন করেন জেলা সনাক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু।
এসময় বক্তব্য রাখেন সাবেক সনাক সভাপতি একেএম সামিউল হক, জেলা মহিলা পরিষদের সভাপতি রওশন আরা চৌধুরী, সাধারণ সম্পাদক ও সনাক সহ-সভাপতি প্রতিমা চৌধুরী, নারী নেত্রী নন্দিতা চক্রবর্তী, বাবু উদয় শংকর চৌধুরী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, টিআইবি’র জেলা এরিয়া ম্যানেজার সৌমেন দাস প্রমুখ।
দিনব্যাপী অনুষ্ঠানে সনাক, ইয়েস ও এসিজির ১২৫ জন সদস্য নিজেদের কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় করেন। পরে প্রথম অধিবেশন শেষে সনাক ও ইয়েস সদস্যদেরকে নিয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল ও টেকসই উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।