|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে গত দুদিন ধরে বইছে শৈতপ্রবাহ
রাজারহাটের ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ী এলাকার কৃষক সমশের আলী ফুলকপি তুলছিলেন, তিনি জানান, ‘হঠাৎ করি ঠান্ডা নামি গেইল। কামলারা আইসে নাই। নিজে কাম করবের নাগছি। কাজ-কাম করতে আঙ্গুল অসাড় হয়া যায়।’
https://www.ulipur.com/?p=28889
➤ উলিপুরে বসুন্ধরা শুভসংঘের স্কুল উদ্বোধন
সারাদেশে ঝরে পড়া শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে অভাবনীয় এক উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষ শিল্প গ্রুপ বসুন্ধরা। এরই ধারাবাহিকতায় উলিপুরে স্কুল চালুর সিদ্ধান্ত নেয় বসুন্ধরা শুভসংঘ। সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ৩ টায় ব্রহ্মপুত্র নদ বেষ্টিত উলিপুরের দুর্গম চরাঞ্চল বুড়াবুড়ী ইউনিয়নের জলঙ্গার কুঠিতে বসুন্ধরা শুভসংঘ স্কুলের উদ্বোধন করা হয়।
https://www.ulipur.com/?p=28892
➤ কুড়িগ্রামে নির্বাচনী কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার বন্ধে স্মারকলিপি প্রদান
নির্বাচনী প্রচারণায় শিশুদের ব্যবহার বন্ধে স্মারকলিপি প্রদান করে ন্যাশনাল চিলড্রেন’স্ টাস্কফোর্স (এনসিটিএফ)। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যলায়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ এবং জেলা নির্বাচন অফিসার মোঃ জিলহাজ উদ্দিন বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
https://www.ulipur.com/?p=28886