বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানটি অস্থায়ী ভিত্তিতে ২ ক্যাটাগরির শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে মোট ২৩ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী যে কেউ আবেদন করতে পারবেন।
১. পদের নাম: সহকারী শিক্ষক
পদসংখ্যা: ১৭ (বাংলা -০১ জন, ইংরেজি-০২ জন, গণিত -০৪ জন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-০২ জন, ভৌত বিজ্ঞান-০২ জন, সামাজিক বিজ্ঞান-০৬ জন)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি/ সমমান ও বিএড ডিগ্রি/সমমান অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি/সমমান।
অন্যান্য যোগ্যতা: সমগ্র শিক্ষাজীবনে যেকোনো ১টি ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে এবং শিক্ষক নিবন্ধনধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: দৈনিক ৮২৩ টাকা
২. পদের নাম: শারীরিক শিক্ষক
পদসংখ্যা: ০৬
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন ডিগ্রি। তবে শর্ত থাকে যে, জুনিয়র গ্রেডের কোচ, জাতীয় দলের খেলোয়াড় ( টেনিস, আর্চারি, ব্যাডমিন্টন, স্বোয়াশ, কাবাডি ও ভারোত্তলোন) এবং স্কাউটিংয়ে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য যোগ্যতা: শিক্ষক নিবন্ধনধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: দৈনিক ৮২৩ টাকা
আবেদনকারীর বয়সসীমা: আবেদনকারীর বয়স ৩০ নভেম্বর ২০২৩ তারিখে ১নং পদের জন্য সর্বোচ্চ ৩০ বছর, তবে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতাসম্পন্ন প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত এবং ক্রমিকে ২নং পদের জন্য সর্বোচ্চ ৩০ বছর, তবে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা ও যোগ্যতার কলামে উল্লিখিত খেলায় কোচিং-এ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত হতে হবে।
দেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন ফি: আগ্রহী প্রার্থীকে উত্তরা ব্যাংকের যেকোনো শাখা থেকে পরীক্ষার ফি বাবদ ২০০/- টাকা ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিকেএসপির www.bksp.gov.bd ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করে স্ব-হস্তে লিখিল নির্ধারিত ফরমে আবেদনকারীর সাম্প্রতিক সময়ের ৩ কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবিসহ খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করে মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকিএসপি), জিরানী, সাভার, ঢাকা- এর বরাবরে ডাকযোগে অথবা অফিসে রক্ষিত বাক্সে (অফিস চলাকালীন সময়ে) পৌঁছাতে হবে।
চাকরির ধরণ: বেসরকারি।
কর্মস্থল: দিনাজপুর, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার।
আবেদনের শেষ তারিখ: ২১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত।