|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, ডিসেম্বর ০ ৯, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ চিলমারীর বীর নিবাসে ৭ মাসেও দেয়া হয়নি বিদ্যুৎ সংযোগ
৭ মাস থেকে ঘুরছি পাচ্ছি না বিদ্যুৎ সংযোগ জানিয়ে বীর মুক্তিযোদ্ধা মোঃ আনছার আলী বলেন, আবেদনের পর থেকে বিদ্যুৎ অফিস, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন স্থানে বারবার ঘুরেও বিদ্যুৎ সংযোগ পাচ্ছিনা, ফলে ছেলে-মেয়েদের লেখাপড়া ও অন্যান্য কাজকর্মের সমস্যা হচ্ছে।
https://www.ulipur.com/?p=28832
➤ কুড়িগ্রামে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৮
পুলিশ সূ্ত্রে জানা যায়, জিআর ওয়ারেন্ট মূলে ০৪ জন (কুড়িগ্রাম-০১, রাজারহাট-০২, উলিপুর-০১), সিআর ওয়ারেন্ট মূলে ০১ জন (রৌমারী), নিয়মিত মামলায় গ্রেফতার ১১ জন (কুড়িগ্রাম-১০, ভূরুঙ্গামারী-০১), ১৫১ ধারায় গ্রেফতার ০২ জন (নাগেশ্বরী) সহ মোট ১৮ জন আসামীকে গ্রেফতার করে।
https://www.ulipur.com/?p=28839
➤ ফুলবাড়ীতে পৃথক সংঘর্ষে নারীসহ নিহত ২
শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের মধ্য-কাশিপুর এলাকার সৈয়দ আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (৪০) মধ্য-কাশিপুর (শয়তানের মোড়) বাজারে নিজের ভাড়া দেওয়া দোকানের ভাড়াটিয়া সুলতানের নিকট টাকা চাইতে গেলে কথা কাটাকাটি হয়। এসময় সুলতানের লোকজন আলমগীর, জাহাঙ্গীর, ছোবহান, শাহাদত, শাহাজাহান তার উপর হামলা করে।
https://www.ulipur.com/?p=28854
➤ কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন
কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (০৯ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ওড়ানো ও দুর্নীতি বিরোধী মানববন্ধনের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
https://www.ulipur.com/?p=28851
➤ কুড়িগ্রামে বেগম রোকেয়া দিবস উদযাপন
কুড়িগ্রাম সদর উপজেলা পর্যায়ে জয়িতারা হলেন, অর্থনৈতিক সাফল্যে নিলুফা ইয়াসমিন, শিক্ষা ও চাকুরীতে আফসানা মিমি, সফল জননী আলেয়া বেগম, সমাজ উন্নয়নে কুলসুম বেগম এবং নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে যে নারী লাভলী বেগম।
https://www.ulipur.com/?p=28857
➤ উলিপুরে পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা কার্যক্রমের উদ্বোধন
‘নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার-স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যে উলিপুরে পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা কার্যক্রম উদ্বোধন হয়েছে।
https://www.ulipur.com/?p=28860