।। উপজেলা প্রতিনিধি ।।
ফুলবাড়ীতে পৃথক দুটি ঘটনায় নারীসহ দু’জন নিহতের ঘটনা ঘটেছে। দোকান ভাড়া চাইতে গিয়ে এবং আবাদী জমির উপর দিয়ে ট্রলি চালিয়ে যাওয়াকে কেন্দ্র করে উপজেলার কাশিপুর ইউনিয়নের মধ্য-কাশিপুর ও বড়ভিটা ইউনিয়নের চর-মেখলি গ্রামে এই সংঘর্ষের ঘটনা দুটি ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের মধ্য-কাশিপুর এলাকার সৈয়দ আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (৪০) মধ্য-কাশিপুর (শয়তানের মোড়) বাজারে নিজের ভাড়া দেওয়া দোকানের ভাড়াটিয়া সুলতানের নিকট টাকা চাইতে গেলে কথা কাটাকাটি হয়। এসময় সুলতানের লোকজন আলমগীর, জাহাঙ্গীর, ছোবহান, শাহাদত, শাহাজাহান তার উপর হামলা করে। তাকে মারাত্বক আহত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
অপরদিকে সকাল ১১ টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের চর-মেখলি গ্রামের সোলজারের ছেলে সাদ্দাম হোসেন নিজের জমিতে ভূট্টা চাষ করলে একই এলাকার আজের উদ্দিনের ছেলে মো: হাসান জোর করে সাদ্দামের আবাদী জমির উপর দিয়ে ট্রলি চালিয়ে গেলে তিনি বাঁধা প্রদান দেন। এসময় দু’জনের মধ্যে কথাকাটাকাটি-হাতাহাতি শুরু হলে সাদ্দামের মা সমস্ত ভান (৬০) দ্রুত ঘটনাস্থলে আসলে তাকেও কিলঘুষি মারতে থাকেন হাসান। এসময় তিনি মাটিতে পড়ে যান। তার স্বজনেরা দ্রুত উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রানকৃঞ্চ দেবনাথ জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। তবে মামলার প্রস্তুতি চলছে।
//নিউজ/ফুলবাড়ী//নূর-নবী/ডিসেম্বর/০৯/২৩