।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (০৯ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ওড়ানো ও দুর্নীতি বিরোধী মানববন্ধনের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কুড়িগ্রাম সদরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক প্রমুখ।
পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার মোদাচ্ছির বিন আলী, সাবেক সিভিল সার্জন ডা. এস. এম আমিনুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো. শামসুল আলম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আফতাব উদ্দিন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন, সাবেক দুপ্রক সভাপতি সামিউল হক নান্টু, জেলা সনাক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, বাংলাদেশ মহিলা পরিষদের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি রওশন আরা চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও জেলা সচেতন নাগরিক কমিটি সনাক।
অন্যদিকে ফুলবাড়ীতে সকাল সাড়ে দশটায় দুর্নীতি দমন কমিশন ঢাকা কর্তৃক গৃহীত কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা পরিষদ চত্ত্বরে দৃশ্যমান ও উন্মুক্ত স্থানে দুর্নীতি বিরোধী বাণী সম্মিলিত ব্যানার স্থাপন, জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, দিবস উদ্বোধনের আনুষ্ঠানিক ঘোষণা এবং উপজেলা পরিষদ হলরুমে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ এর সভাপতিত্বে ও ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাজমুস সাকিব সজীব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, সাধারণ সম্পাদক ফাতেমাতুজ্জোহরা, সদস্য হোসেন আলী ও জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।