বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানটি স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে ৮ ক্যাটাগরির শূন্য পদে মোট ১৩ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী যে কেউ আবেদন করতে পারেন।
বেতন স্কেল:
অধ্যাপকঃ ৫৬,০০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-০৩)
সহযোগী অধ্যাপকঃ ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-০৪)
সহকারী অধ্যাপকঃ ৩৫৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-০৬)
পদের বিবরণী:
পদসংখ্যা: ১৩
অধ্যাপক, স্থাপত্য বিভাগ, পদ ১টি
সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, পদ ১টি
সহকারী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, পদ ১টি (অস্থায়ী) সহযোগী অধ্যাপক পদের বিপরীতে
সহযোগী অধ্যাপক, পুরকৌশল বিভাগ, পদ ১টি
সহকারী অধ্যাপক, পুরকৌশল বিভাগ, পদ ৩টি (স্থায়ী-২ ও অস্থায়ী-১) সহযোগী অধ্যাপক পদের বিপরীতে
সহযোগী অধ্যাপক, কেমিকৌশল বিভাগ, পদ ১টি
সহযোগী অধ্যাপক, রসায়ন বিভাগ, পদ ১টি
সহকারী অধ্যাপক, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ, পদ ২টি
সহকারী অধ্যাপক, পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট, পদ ১টি
গবেষণা সহকারী অধ্যাপক (ইঞ্জিনিয়ারিং), ইনস্টিটিউট অব এপ্রোপ্রিয়েট টেকনোলজি, পদ ১টি
সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
চাকরির ধরনঃ সরকারি।
আবেদন ফিঃ বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত (REG-1) ১ সেট আবেদন ফরমের সাথে ৩ কপি সত্যায়িত ছবি কম্পট্রোলার BUET- এর অনুকূলে উক্ত পদসমূহে আবেদনের জন্য পরীক্ষার ফি বাবদ ৬০০/- টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) অথবা কম্পট্রোলার অফিস কর্তৃক প্রদত্ত নির্ধারিত জমা রশিদের মাধ্যমে সোনালী ব্যাংক বুয়েট শাখায় নগদ টাকা জমা প্রদান করতে হবে।
আবেদন যেভাবেঃ আগ্রহী প্রার্থীরা আবেদনের জন্য নির্ধারিত ফরম (REG-1) এবং শিক্ষক পদের RQ এই বিশ্ববিদ্যালয়ের regoffice.buet.ac.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড পেজ হতে সংগ্রহ করে প্রত্যেক সেটের সাথে আবেদনপত্র/ Forwarding Letter-সহ সকল সার্টিফিকেট, টেস্টিমোনিয়েল, ট্রান্সক্রিপ্ট/মার্কশীট ও অভিজ্ঞতার সনদ এবং NID-এর সত্যায়িত কপি (সকল কাগজপত্র বাঁধাইকৃত সেট) এবং নির্ধারিত ফরমে সকল অতীত ও বর্তমান চাকরির পদমর্যাদা, বেতন স্কেল ও তারিখ উল্লেখ করে পরীক্ষার ফি জমা দানের টাকার রশিদ সংযুক্ত করে মোট ১৭ সেট কাগজপত্র রেজিস্ট্রার-এর বরাবরে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখঃ আগ্রহী প্রার্থীরা আগামী ২০ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।