।। নিউজ ডেস্ক ।।
স্বর্ণের দাম বৃদ্ধিতে রেকর্ড গড়ার পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাসের পরিপ্রেক্ষিতে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) কর্তৃক স্বর্ণের এ নতুন দাম কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পূর্বের দামের থেকে ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ৮ হাজার ১২৫ টাকা। এর আগে ৩০ নভেম্বর (বৃহস্পতিবার) দাম বৃদ্ধিতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লক্ষ ৯ হাজার ৮৭৫ টাকা ছিল। অনুরূপভাবে ২১ ক্যারেট স্বর্ণের ভরি প্রতিতে দাম ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ১ লক্ষ ৩ হাজার ২২৬ টাকা হয়েছে। এছাড়াও ১৮ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ৮৮ হাজার ৪৭১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ২২৫ টাকা কমিয়ে ৭৩ হাজার ৭১৬ টাকা হয়েছে।
স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভরি ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫০ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত দামে দেশের স্থানীয় বাজারে স্বর্ণ ও রুপা বিক্রির জন্য সকল জুয়েলারী ব্যবসায়ীদেরকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাজুস।