|| নিউজ ডেস্ক ||
আজ বুধবার, ডিসেম্বর ০৬, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ দীর্ঘ প্রতিক্ষার পর চিলমারীতে সুখের স্বপ্ন দেখছে এলাকাবাসী
বেশ কয়েকবার দুর্ভোগের এই সংবাদও প্রকাশ হয় বিভিন্ন পত্রিকায়। বছরের পর বছর থেকে লক্ষ লক্ষ মানুষ দুর্ভোগ মাথায় নিয়ে ঝুঁকি নিয়েই চলছিল। আর বৃষ্টি হলেও তো কথাই ছিল না, হাটু পানি আর কাদায় পুরো রাস্তা একাকার হয়ে যেত। অবশেষে দুর্ভোগ আর ভোগান্তি দূর করতে এলজিইডি দপ্তরের তত্ত্বাবধানে নাছিমা ট্রের্ডাস উলিপুর এর মাধ্যমে প্রায় ১ কোটি ২৫ লক্ষ ৩ হাজার ৯৭৭ টাকা ব্যয়ে চিলমারীর এলএসডি মোড় থেকে সিনেমা হল মোড় পর্যন্ত আরসিসি এবং সিনেমা হল মোড় থেকে চিলমারীর সীমান্ত (সাদুল্লাহ) পর্যন্ত কার্পেটিং করা হবে।
https://www.ulipur.com/?p=28767
➤ আজ কুড়িগ্রাম সদর ও রাজারহাট হানাদার মুক্ত দিবস
আজ ০৬ ডিসেম্বর (বুধবার) কুড়িগ্রাম ও রাজারহাট হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা মুক্তিসংগ্রামের মাধ্যমে পাকিস্তানী সেনাবাহিনীদেরকে পরাজিত করে বাংলাদেশের ইতিহাসে কুড়িগ্রাম জেলাসহ রাজারহাট উপজেলাকে পাক-হানাদার মুক্ত করে। ০৬ ডিসেম্বর স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত না হলেও সেইদিনে কুড়িগ্রাম ও রাজারহাটের লাখো মানুষের মুক্তিকামী বিজয় নিশ্চিত হয়।
https://www.ulipur.com/?p=28754
➤ কুড়িগ্রামে ৩ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
ডা. মঞ্জুর-এ-মোর্শেদ বলেন, অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে আসছে ১২ ডিসেম্বর সারাদেশের ন্যায় এ জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে জেলার ৯টি উপজেলায় ১৮শ ৭৮টি কেন্দ্রে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে।
https://www.ulipur.com/?p=28776
➤ উলিপুরে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম
উলিপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ৩ জনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ঘটনাটি বুধবার (০৬ ডিসেম্বর) দুপুরে ধরণীবাড়ী সরকারপাড়া এলাকায় ঘটেছে। এ ঘটনায় অভিযোগ করা হয়েছে।
https://www.ulipur.com/?p=28781
➤ উলিপুরে নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত
‘নারীর জন্য বিনিয়োগ-সহিংসতা প্রতিরোধ’ এই প্রতিপাদ্যে উলিপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (০৬ ডিসেম্বর) সকালে উলিপুরের থেতরাই বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
https://www.ulipur.com/?p=28784