।। উপজেলা প্রতিনিধি ।।
বছরের পর বছর কেটে গেলেও কমেনি দুর্ভোগ আর ভোগান্তি। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারের পর এলজিইডি’র মাধ্যমে সেই দুর্ভোগ আর ভোগান্তি দূরে ঠেলে দীর্ঘ প্রতিক্ষার পর সুখের স্বপ্ন দেখছে চিলমারীর মানুষ। বুধবার (০৬ ডিসেম্বর) উদ্বোধনের মধ্য দিয়ে সড়কের কাজ শুরু হওয়ায় নির্মিত সড়কে দূর করবে ভোগান্তি, চলাচলে আনবে প্রশান্তি এই যেন শ্লোগান এলাকাবাসীর। উপজেলা চেয়ারম্যানের চেষ্টায় দীর্ঘ দিনের ভোগান্তি দূর হচ্ছে মন্তব্য করে সরকারকেও ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।
জানা গেছে, চিলমারী সদরের থানাহাট বাজার প্রবেশের প্রধান সড়কটি দীর্ঘ বছর থেকে অবহেলিত আর ভোগান্তির কারণ হয়ে মৃত্যুফাঁদে পরিণত ছিল। বেশ কয়েকবার দুর্ভোগের এই সংবাদও প্রকাশ হয় বিভিন্ন পত্রিকায়। বছরের পর বছর থেকে লক্ষ লক্ষ মানুষ দুর্ভোগ মাথায় নিয়ে ঝুঁকি নিয়েই চলছিল। আর বৃষ্টি হলেও তো কথাই ছিল না, হাটু পানি আর কাদায় পুরো রাস্তা একাকার হয়ে যেত। অবশেষে দুর্ভোগ আর ভোগান্তি দূর করতে এলজিইডি দপ্তরের তত্ত্বাবধানে নাছিমা ট্রের্ডাস উলিপুর এর মাধ্যমে প্রায় ১ কোটি ২৫ লক্ষ ৩ হাজার ৯৭৭ টাকা ব্যয়ে চিলমারীর এলএসডি মোড় থেকে সিনেমা হল মোড় পর্যন্ত আরসিসি এবং সিনেমা হল মোড় থেকে চিলমারীর সীমান্ত (সাদুল্লাহ) পর্যন্ত কার্পেটিং করা হবে। দীর্ঘদিন পর ভোগান্তি আর দুর্ভোগ দূর করতে সড়কের কাজ শুরু হওয়ায় শান্তি ফিরে এসেছে বলেও মন্তব্য করেন স্থানীয়রা।
চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এর উদ্যোগে আজ আমরা চলাচলের সুখের স্বপ্ন দেখছি জানিয়ে, এলাকার আমিনুল, চন্দন, জবাইদুলসহ অনেকে বলেন, এমন ভাবে সকল সড়কের কাজ হলে চিলমারীর উন্নয়ন হবে।
উপজেলা প্রকৌশলী মো: ফিরোজুর রহমান বলেন, মানুষের দুর্ভোগ দূর করতে সরকারের সহযোগিতায় আমরা সকল অবহেলিত সড়কের কাজ করছি।
বছরের পর বছর চলাচলের দুর্ভোগ ছিল স্বীকার করে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: রুকুনুজ্জামান শাহিন বলেন, মানুষের ভোগান্তি দূর করতে সংশ্লিষ্ট দপ্তরের সাথে বারবার যোগাযোগ করেছি, সড়কের কাজ শুরু হয়েছে এবং সিনেমা হল মোড় থেকে সন্তষ ডাক্তারের মোড় পর্যন্ত রাস্তারও টেন্ডার হয়েছে। মানুষের চলাচলের দুর্ভোগ যেন না থাকে এই জন্য সকল চেষ্টা অব্যাহত রয়েছে, আশা করছি চলাচলের সকল সড়কের উন্নয়ন হবে।
বুধবার সকালে সড়কের কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: রুকুনুজ্জামান শাহিন ও উপজেলা প্রকৌশলী মো: ফিরোজুর রহমান। এসময় এলজিইডি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
//নিউজ/চিলমারী//সোহেল/ডিসেম্বর/০৬/২৩