।। উপজেলা প্রতিনিধি ।।
উলিপুরে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর স্টেকহোল্ডারস শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে জেলা এসডিএফ’র আয়োজনে উপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও এসডিএফ কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে এসডিএফ’র জেলা ব্যবস্থাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান।
আইসিবি’র জেলা কর্মকর্তা ছামছুন নাহারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এসডিএফ এর আইসিবি ওয়াই এন্ড ই জিএ’র আঞ্চলিক ব্যবস্থাপক মোখলেছার রহমান, লাভলীহুড এন্ড কমিউনিটি আঞ্চলিক ব্যবস্থাপক আলম আকবর, স্বাস্থ্য ও পুষ্টির আঞ্চলিক ব্যবস্থাপক আবু রাহাত মোঃ রোকনুজ্জামান, উপজেলা সমবায় অফিসার সৈফুর রহমান মিয়া, জনতা ব্যাংক পিএলসি দুর্গাপুর শাখা ব্যবস্থাপক নাজিম হুসাইন প্রমুখ। এছাড়াও কর্মশালায় সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এসডিএফের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সকলের কাছে তাদের বিভিন্ন কার্যক্রম ও মিশন তুলে ধরেন। প্রতিষ্ঠানটির প্রধান উদ্দেশ্য হলো সমন্বিত কর্মসূচির সহায়তায় দরিদ্র বিমোচনের মাধ্যমে দেশের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, তাদের ক্ষমতায়ন, দক্ষতা বৃদ্ধি, ঝুঁকি নিরসন ও বিপদাপন্নতা হ্রাস এবং বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা। উল্লেখ্য উলিপুর উপজেলায় ৪টি ইউনিয়নের ৫০টি গ্রামে মোট আট হাজার ৬৮ জন উপকারভোগী রয়েছে।
//নিউজ//উলিপুর//মালেক/ডিসেম্বর/০৫/২৩