|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, ডিসেম্বর ০৪, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুর হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা
উলিপুর হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৪ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় উলিপুর বণিক সমিতি কার্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইউএনও আতাউর রহমান।
➤ আজ উলিপুর হানাদার মুক্ত দিবস
আজ সোমবার (০৪ ডিসেম্বর) উলিপুর হানাদার মুক্ত দিবস। অন্যান্য জেলা উপজেলার মতো উলিপুরেও মুক্তিযুদ্ধের গৌরবান্বিত ইতিহাস রয়েছে। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে এই দিনে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর ত্রিমুখী প্রবল আক্রমণে উলিপুুর উপজেলা পাক হানাদার বাহিনীর কবল থেক মুক্ত হয়।
https://www.ulipur.com/?p=28692
➤ কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
জিআর ওয়ারেন্ট মূলে ০২ জন (কুড়িগ্রাম), সিআর ওয়ারেন্ট মূলে ০২ জন (কুড়িগ্রাম), নিয়মিত মামলায় গ্রেফতার ০৬ জন (কুড়িগ্রাম-০২, উলিপুর-০১, নাগেশ্বরী-০২, চিলমারী-০১), পূর্বের মামলায় ০৩ জন (ফুলবাড়ী), ১৫১ ধারায় গ্রেফতার ০১ জন (চিলমারী) সহ মোট ১৪ জন আসামীকে গ্রেফতার করেছে।
https://www.ulipur.com/?p=28706
➤ কুড়িগ্রামে ৭৫৫ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ
কুড়িগ্রাম সদরের ২নং যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মরাটারী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাষা সৈনিক শহীদ জব্বার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর হাওর বাওর ক্যাপ্টেন বাশার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭’শ ৫৫ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কুলব্যাগগুলো বিতরণ করা হয়।
https://www.ulipur.com/?p=28724
➤ রংপুর বিভাগের শ্রেষ্ঠ সিভিল সার্জন নির্বাচিত কুড়িগ্রামের ডা. মঞ্জুর-এ মোর্শেদ
এ বিষয়ে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ মোর্শেদ বলেন, এটা অবশ্যই আমার জন্য অনেক ভালো পাওয়া। এ সম্মাননা পাওয়াতে আমাদের কাজের স্পৃহা আরও বাড়বে। এছাড়াও আমার স্টাফরা উৎসাহিত হবে। ভবিষ্যতে আরও ভালোভাবে আমাদের স্বাস্থ্য বিভাগের যে দায়িত্ব আছে তা আমরা পালন করব।
https://www.ulipur.com/