।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম সদরের নির্বাচিত চারটি প্রাথমিক বিদ্যালয়ের ৭’শ ৫৫ জন ছাত্র-ছাত্রীকে সপ্তাহব্যাপী এসব ব্যাগ দেওয়া হয়। আন্তর্জাতিক দাতা সংস্থা মুসলিম এইড-ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিস এর আর্থিক সহায়তায় ও জাতীয় উন্নয়ন সংস্থা ইএসডিও’র বাস্তবায়নাধীন সিবিএম-৩ প্রকল্পের আওতায় এসব ব্যাগ বিতরণ করা হয়।
কুড়িগ্রাম সদরের ২নং যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মরাটারী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাষা সৈনিক শহীদ জব্বার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর হাওর বাওর ক্যাপ্টেন বাশার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭’শ ৫৫ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কুলব্যাগগুলো বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রতিটি স্কুল ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোঅর্ডিনেটর-এডুকেশন, মুসলিম এইড-ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিস ও সিবিএম-৩ প্রকল্পের ফোকাল মোঃ শাহ ওয়ালি উল্লাহ, ইএসডিও’র এপিসি জনাব নির্মল মজুমদার, প্রকল্প ব্যবস্থাপক মোঃ মইন উদ্দীন, প্রজেক্ট ইঞ্জিনিয়ার মঈদুল ইসলাম, টেকনিক্যাল অফিসার শাম্মি আক্তার, অ্যাডমিন ও অ্যাকাউন্টস অফিসার মহাদেব চন্দ্র রায় প্রমুখ।
সিবিএম-৩ প্রকল্পটি কুড়িগ্রাম সদরের ৬টি ইউনিয়নের ১০টি মাধ্যমিক এবং ৫টি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ, শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও সমতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।