।। লাইফস্টাইল ডেস্ক ।।
প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে অন্যতম একটি দুর্যোগ হলো ভূমিকম্প। এই দূর্যোগটি যে কোনো সময়েই হানা দিয়ে মুহূ্র্তের মধ্যেই সবকিছু উলটপালট করে দিতে পারে। সাধারণত ভূ-অভ্যন্তরে স্থিত গ্যাস যখন ভূ-পৃষ্ঠের ফাটল বা আগ্নেয়গিরির মুখ দিয়ে বেরিয়ে আসে তখন সেই গ্যাসের অবস্থানটি ফাঁকা হয়ে পড়ে আর পৃথিবীর উপরের তলের চাপ ওই ফাঁকা স্থানে দেবে গিয়ে ভারসাম্য বজায় রাখে। ঠিক তখনই ভূ-পৃষ্ঠে প্রবল কম্পনের অনুভব সৃষ্টি হয়ে ভূমিকম্প হয়। তেমনি শনিবার সকালে সারাদেশে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনি টের পেয়েছে কমবেশি সকলেই। ৫.৫ মাত্রার ভূমিকম্পটি হওয়ার সময় সঠিক করণীয় সম্পর্কে জ্ঞান না থাকায় নিরাপদ আশ্রয়ের জন্য বাইরে ছুটা-ছুটি করা ছাড়া আর কোনো উপায় ছিল না অনেকেরই।
আবহাওয়াবিদদের মতে, ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া খুব জটিল বিষয়। কোনো নির্দিষ্ট ভূমিকম্পকে সরাসরি নির্ণয় করা যায় না। ভূমিকম্পবিষয়ক দুর্যোগ মোকাবিলার জন্য সরকারের সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকাটা অত্যন্ত জরুরি। আবার ব্যক্তিপর্যায়েও ভূমিকম্পের সময় কিছু করণীয় আছে। যা মেনে চলে ভূমিকম্প মোকাবেলায় নিজেকে সুরক্ষিত রাখা যায়।
চলুন তাহলে জেনে নেওয়া যাক ভূমিকম্প হলে যা করণীয়ঃ-
➤ ভূমিকম্প টের পেলে বা কোনো ধরণের পূর্বাভাস পাওয়া মাত্রই প্রথমে ফাঁকা বা উন্মুক্ত জায়গায় আশ্রয় নিতে হবে।
➤ ভূমিকম্পের সময় যদি কোনো উঁচু ভবন বা বড় বাড়িতে থেকে থাকলে আতঙ্ক না হয়ে শক্ত কোনো বীম, কলাম ও পিলার ঘেঁষে বা টেবিলের নিচে আশ্রয় নিতে হবে।
➤ কোনো ভবনে যদি অধিক সংখ্যক মানুষ থাকে তাহলে একসঙ্গে না থেকে আলাদা আলাদা হয়ে আশ্রয় গ্রহণ করতে হবে।
➤ রান্না করার সময় এরকম পরিস্থিতি হলে গ্যাসের চুলা বন্ধ করে দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে আসতে হবে।
➤ শিক্ষাপ্রতিষ্ঠানে থাকাকালীন ভূমিকম্প মোকাবেলায় স্কুলব্যাগ মাথায় দিয়ে শক্ত বেঞ্চ অথবা শক্ত কোনো টেবিলের নিচে আশ্রয় নিতে হবে।
➤ বাইরে অবস্থান নিতে চাইলে কোনো গাছ, উঁচু বাড়ি ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে ফাঁকা স্থানে অবস্থান নিতে হবে।
➤ ভূমিকম্পে একবার কম্পন হওয়ার পর আবারও কম্পন হওয়ার সম্ভাবনা থাকে, তাই সুযোগ বুঝে বাড়ি বা কর্ম প্রতিষ্ঠান থেকে বের হয়ে মুক্ত স্থানে আশ্রয় নিতে হবে।
➤ ভূমিকম্পের সময় গাড়িতে থাকলে পদচারী-সেতু, উড়ালসড়ক, গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে খোলা জায়গায় গাড়ি থামিয়ে গাড়িতেই আশ্রয় নিতে হবে।
➤ উচুঁ ভবনে থাকলে কম্পন বা ঝাঁকুনি না থামা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং তাড়াহুড়ো, লাফ বা লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে নামতে হবে।
➤ ব্যাটারিচালিত রেডিও, টর্চলাইট, পানি এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম বাড়িতে থাকলে ভূমিকম্প মোকাবেলায় নিজেকে সুরক্ষিত রাখতে অনেক উপকারে আসে।