।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৪ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধে এসকল আসামীদের গ্রেফতার করা হয়। সোমবার (০৪ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র থেকে এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জিআর ওয়ারেন্ট মূলে ০২ জন (কুড়িগ্রাম), সিআর ওয়ারেন্ট মূলে ০২ জন (কুড়িগ্রাম), নিয়মিত মামলায় গ্রেফতার ০৬ জন (কুড়িগ্রাম-০২, উলিপুর-০১, নাগেশ্বরী-০২, চিলমারী-০১), পূর্বের মামলায় ০৩ জন (ফুলবাড়ী), ১৫১ ধারায় গ্রেফতার ০১ জন (চিলমারী) সহ মোট ১৪ জন আসামীকে গ্রেফতার করেছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতনসহ শান্তি বিনষ্টকারী, উগ্রবাদ ও সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর টিম কুড়িগ্রাম জেলা পুলিশ।