|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, ডিসেম্বর ০৩, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে সাজাপ্রাপ্ত সাবেক ইউপি সদস্য গ্রেফতার
উলিপুরে টাকা আত্মসাতের মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ফুলবাবু মিয়া (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ফুলবাবু উপজেলার দূর্গাপুর ইউনিয়নের যমুনা বকসী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
➤ কুড়িগ্রামে ৪টি আসনের যাচাই বাছাই সম্পন্ন ২৫ জনের মনোনয়ন বৈধ, প্রার্থিতা বাতিল ১৪ জনের
জেলা নির্বাচন ও রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, এসব প্রার্থীর কাগজপত্রের ত্রুটিজনিত কারণে প্রার্থিতা বাতিল করা হয়। তবে তাদের আগামীতে আপিল করার সুযোগ রয়েছে বলে জানানো হয়। প্রার্থিতা যাচাই বাছাইয়ের সময় পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো. জিলহাজ উদ্দিন, গণমাধ্যমকর্মীসহ সরকারি কর্মকর্তাবৃন্দ এবং প্রার্থী ও তাদের সমর্থকদের অনেকেই উপস্থিত ছিলেন।
https://www.ulipur.com/?p=28689
➤ কুড়িগ্রামে কবরস্থানে কবর খুড়তে বেরিয়ে আসে পুতুল ও তাবিজ
জানা গেছে, কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় ৩৬ বছর বয়সী এক নারী মারা গেলে তার জন্য স্থানীয় কবরস্থানে কবর খুঁড়তে থাকে স্থানীয়রা। খোঁড়ার এক পর্যায়ে মাটির নিচ থেকে বেরিয়ে আসে সাদা কাপড় দিয়ে মোড়ানো একটি পুতুল ও কয়েকটি তাবিজ। স্থানীয়রা জানান, কাউকে জাদু করার জন্য হয়তো এসব করা হয়েছে। এতে আমরা আতংকিত হয়ে পড়েছি।
https://www.ulipur.com/?p=28698