।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে ৪টি সংসদীয় আসনে মোট ৩৯ জন প্রার্থীর মনোনয়ন ফরম যাচাই বাছাই শেষে ১৪ জনের প্রার্থিতা বাতিল এবং ২৫ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিলকৃত প্রার্থীর মধ্যে ৯ জন স্বতন্ত্র প্রার্থী এবং ৫ জন দলীয় প্রার্থী। জেলা প্রশাসন সম্মেলন কক্ষে দিনব্যাপী যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বৈধ প্রার্থিতা ঘোষণা করেন।
এসময় তিনি আরও জানান, কুড়িগ্রাম-১ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ১ জনের প্রার্থিতা বাতিল ও ৬ জনের বৈধ ঘোষণা করা হয়। বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী মো. আতিকুর রহমানের মনোনয়ন। কুড়িগ্রাম-২ আসনে ১১ জন প্রার্থীর মধ্যে ৫ জনের বৈধ এবং ৬ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়। বাতিলকৃত প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ৪ জন এবং অপর দুইজন জাকের পার্টি ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)’র প্রার্থী ছিলেন। বাতিলকৃতরা হচ্ছেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এর মোছা: শেফালী বেগম, স্বতন্ত্র প্রার্থী মো. আবু সুফিয়ান, স্বতন্ত্র প্রার্থী মো. নাজমুল হুদা, জাকের পার্টির মো. মশিউর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. শফিউজ্জামানর ও স্বতন্ত্র প্রার্থী ডা: হামিদুল হক খন্দকার। কুড়িগ্রাম-৩ আসনের ৭ জন প্রার্থীর সাবাইকে বৈধ ঘোষণা করা হয়।
কুড়িগ্রাম-৪ আসনের ১৪ জন প্রার্থীর মধ্যে ৭ জনকে বৈধ এবং ৭ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়। এর মধ্যে ৩ জন দলীয় এবং ৪ জন স্বতন্ত্র প্রার্থী। মনোনয়ন বাতিলকৃতরা হচ্ছেন, স্বতন্ত্র শাহ মোঃ নুর-ই শাহী, কৃষক শ্রমিক জনতা লীগের মোহাম্মদ আবু শামিম হাবীব, তৃণমূল বিএনপি’র আতিকুর রহমান, বাংলাদেশ কংগ্রেস পার্টির আব্দুল হামিদ, স্বতন্ত্র জোবাইদুল ইসলাম বাদল, স্বতন্ত্র ফারুকুল ইসলাম এবং স্বতন্ত্র মোঃ মাছুম ইকবাল।
জেলা নির্বাচন ও রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, এসব প্রার্থীর কাগজপত্রের ত্রুটিজনিত কারণে প্রার্থিতা বাতিল করা হয়। তবে তাদের আগামীতে আপিল করার সুযোগ রয়েছে বলে জানানো হয়। প্রার্থিতা যাচাই বাছাইয়ের সময় পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো. জিলহাজ উদ্দিন, গণমাধ্যমকর্মীসহ সরকারি কর্মকর্তাবৃন্দ এবং প্রার্থী ও তাদের সমর্থকদের অনেকেই উপস্থিত ছিলেন।