।। নিউজ ডেস্ক ।।
৩ দিনের ব্যবধানে দেশের স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম আরেক দফায় বেড়েছে। বুধবার (২৯ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণের এ নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হবে ১ লক্ষ ৯ হাজার ৮৭৫ টাকা, যা আগে ছিল প্রতি ভরি ১ লক্ষ ৮ হাজার ১২৫ টাকা। ২২ ক্যারেটের পাশাপাশি অন্য মানের স্বর্ণের দামও বৃদ্ধি পেয়েছে। হলমার্ক করা ২১ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা বেড়ে দাম হবে ভরিপ্রতি ১ লক্ষ ৪ হাজার ৮৫৯ টাকা, যা আগে বিক্রি হয়েছিল ১ লক্ষ ৩ হাজার ২২৬ টাকায়। আর ১৮ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা বৃদ্ধি পেয়ে হবে ৮৯ হাজার ৯২৯ টাকা, যা ৮৮ হাজার ৪৭১ টাকা দামে বিক্রি হয়েছিল। অন্যদিকে ভরিপ্রতি ৭৩ হাজার ৭১৬ টাকায় বিক্রি হওয়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ২২৫ টাকা বেড়ে প্রতি ভরির নতুন দাম হবে ৭৪ হাজার ৯৪১ টাকা।
ঠিক একইভাবে বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। হলমার্ক করা ২২ ক্যারেট প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা। আর হলমার্ক করা ২১ ক্যারেট রুপার প্রতি ভরির দাম পড়বে ১ হাজার ৬৩৩ টাকা।
তবে বাংলাদেশের সকল জুয়েলারী ব্যবসায়ীদেরকে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) কর্তৃক কোনো সিদ্ধান্ত না জানানো পর্যন্ত বর্ণিত নির্ধারিত দামে স্বর্ণ ও রুপা বিক্রির জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাজুস।
চলতি বছরের ২০ জুলাই দেশের ইতিহাসে প্রথমবারের মতো ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ লক্ষ টাকা ছাড়িয়েছিল। এরপর দফায় দফায় স্বর্ণের দাম বেড়েই চলেছে। এর মধ্যে চলমান নভেম্বর মাসেই স্বর্ণের দাম চার দফায় বেড়ে গেছে। তবে সর্বশেষ বুধবার স্বর্ণের দাম বাড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস।