।। নিউজ ডেস্ক ।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬-কুড়িগ্রাম এর ৪টি আসনে বুধবার বিকাল ৪টা পর্যন্ত মোট ৩৭টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এর মধ্যে কুড়িগ্রাম-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী এ কে এম মোস্তাফিজুর রহমান মনোনয়নপত্র সহকারী রিটার্নিং অফিসারের নিকট জমা করেছেন বলে নিশ্চিত করেছেন কুড়িগ্রামের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
এর মধ্যে কুড়িগ্রাম-১ আসনে মোঃ আব্দুল হাই জাকের পার্টি, মোঃ আতিকুর রহমান স্বতন্ত্র, মোঃ আছলাম সওদাগর বাংলাদেশ আওয়ামী লীগ, কাজী মোঃ লতিফুল কবির বাংলাদেশ তরিকত ফেডারেশন ও এ কে এম মোস্তাফিজুর রহমান জাতীয় পার্টির দলীয় পরিচয়ে মনোনয়নপত্র গ্রহণ করেছেন। এর মধ্যে জাতীয় পার্টির এ কে এম মোস্তাফিজুর রহমান মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
কুড়িগ্রাম-২ আসনে পনির উদ্দিন আহমেদ জাতীয় পার্টি, মোঃ জাফর আলী বাংলাদেশ আওয়ামী লীগ, মোঃ আব্দুস ছালাম ন্যাশনাল পিপলস পার্টি, মোঃ মশিউর রহমান জাকের পার্টি, মোঃ হামিদুল হক খন্দকার স্বতন্ত্র, মোঃ সোহরাব হোসেন ওয়ার্কাস পার্টি, মোঃ নাজমুল হুদা স্বতন্ত্র, মোঃ শফিউজ্জামান স্বতন্ত্র ও মোঃ আবু সুফিয়ান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম গ্রহণ করেছেন।
কুড়িগ্রাম-৩ আসনে মোঃ রাখিবুল হাসান সরদার স্বতন্ত্র, আব্দুস সোবহান জাতীয় পার্টি, মোঃ সাহেব মিয়া জাকের পার্টি, মোঃ আব্দুর রহিম ভূইয়া স্বতন্ত্র, মোসাদ্দেকুল আলম ন্যাশনাল পিপলস পার্টি, সৌমেন্দ্র প্রসাদ পান্ডে বাংলাদেশ আওয়ামী লীগ, ডা. আক্কাছ আলী সরকার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম গ্রহণ করেছেন।
কুড়িগ্রাম-৪ আসনে মোঃ রুহুল আমীন জাতীয় পার্টি জেপি, মোঃ মজিবুর রহমান বঙ্গবাসী স্বতন্ত্র, মোঃ শহিদুল ইসলাম শালু স্বতন্ত্র, এ কে এম সাইফুর রহমান জাতীয় পার্টি, মোঃ শাহ আলম জাকের পার্টি, মোঃ বিপ্লব হাসান বাংলাদেশ আওয়ামী লীগ, মোঃ আবু শামীম হাবীব কৃষক শ্রমিক জনতা লীগ, মোঃ মাসুম ইকবাল স্বতন্ত্র, সাফায়াত বিন জাকির স্বতন্ত্র, মোঃ জাকির হোসেন বাংলাদেশ আওয়ামী লীগ, মোঃ আবু হানিফ স্বতন্ত্র, মোঃ মেহের উল্লাহ (সেলিম) সুপ্রিম পার্টি, মোঃ ফারুকুল ইসলাম স্বতন্ত্র, জাহিদ হাসান স্বতন্ত্র, মোঃ আতিকুর রহমান খান তৃণমুল বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম গ্রহণ করেছেন।
দলীয় পরিচয়ের বাইরে এখন পর্যন্ত মোট ১৫জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছেলে সাফায়াত বিন জাকিরও স্বতন্ত্র প্রার্থী।
কুড়িগ্রামের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, এখন পর্যন্ত কুড়িগ্রাম ১ আসনের জন্য জাতীয় পার্টির একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের নির্দেশমতো ৩০ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে।