।। উপজেলা প্রতিনিধি ।।
উলিপুরে ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো হাইব্রিড ও বোরো উফশী ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোঃ আতাউর রহমান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, স্বাগতম বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুকিত বিন লিয়াকতের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আলী আর রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, কৃষক প্রতিনিধি পার্থ সারথি সরকার প্রমুখ।
উল্লেখ্য, ৪ হাজার ৮ শ জন কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধান বীজ ও ৭ হাজার ১০ জন কৃষককে ৫ কেজি করে উফশী ধান বীজ ও ১০ কেজি এমওপি এবং ১০ কেজি করে ডিএপি সার পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
//নিউজ//উলিপুর//মালেক/নভেম্বর/২৯/২৩