বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৮ ক্যাটাগরির শূন্য পদে মোট ৩৮ জনকে নিয়োগ দেবে। শূন্য পদগুলো হলো ৯তম গ্রেড থেকে ২০তম গ্রেড পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আবেদন করতে পারবেন।
১. পদের নাম: সাইন্টিফিক অফিসার (স্থায়ী পদ)-কেমিস্ট্রি
পদসংখ্যা: ০৫
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণিতে বি.এসসি (অনার্স)সহ এম.এস.সি অথবা প্রথম শ্রেণিতে এম.এসসি, ডিগ্রি অথবা উভয় পরীক্ষায় ২য় শ্রেণি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: শিক্ষাজীবনে কোনো পরীক্ষাতেই তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকা চলবে না।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
গ্রেড: ০৯
২. পদের নাম: সাইন্টিফিক অফিসার (স্থায়ী পদ)-এ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণিতে বি.এস.সি (অনার্স)সহ এম.এস.সি অথবা প্রথম শ্রেণিতে এম.এস.সি, ডিগ্রি অথবা উভয় পরীক্ষায় ২য় শ্রেণি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: শিক্ষাজীবনে কোনো পরীক্ষাতেই তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকা চলবে না।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
গ্রেড: ০৯
৩. পদের নাম: সাইন্টিফিক অফিসার (স্থায়ী পদ)-বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুইলার বায়োলজি
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণিতে বি.এসসি (অনার্স)সহ এম.এস.সি অথবা প্রথম শ্রেণিতে এম.এসসি, ডিগ্রি অথবা উভয় পরীক্ষায় ২য় শ্রেণি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: শিক্ষাজীবনে কোনো পরীক্ষাতেই তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকা চলবে না।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
গ্রেড: ০৯
৪. পদের নাম: সাইন্টিফিক অফিসার (স্থায়ী পদ)-মাইক্রোবায়োলজি
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণিতে বি.এসসি (অনার্স)সহ এম.এস.সি অথবা প্রথম শ্রেণিতে এম.এসসি, ডিগ্রি অথবা উভয় পরীক্ষায় ২য় শ্রেণি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: শিক্ষাজীবনে কোনো পরীক্ষাতেই তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকা চলবে না।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
গ্রেড: ০৯
৫. পদের নাম: সাইন্টিফিক অফিসার (স্থায়ী পদ)-ফার্মেসি
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণিতে বি.এসসি (অনার্স)সহ এম.এস.সি অথবা প্রথম শ্রেণিতে এম.এসসি, ডিগ্রি অথবা উভয় পরীক্ষায় ২য় শ্রেণি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: শিক্ষাজীবনে কোনো পরীক্ষাতেই তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকা চলবে না।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
গ্রেড: ০৯
৬. পদের নাম: সাইন্টিফিক অফিসার (স্থায়ী পদ)-জুলজি
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণিতে বি.এসসি (অনার্স)সহ এম.এস.সি অথবা প্রথম শ্রেণিতে এম.এসসি, ডিগ্রি অথবা উভয় পরীক্ষায় ২য় শ্রেণি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: শিক্ষাজীবনে কোনো পরীক্ষাতেই তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকা চলবে না।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
গ্রেড: ০৯
৭. পদের নাম: সাইন্টিফিক অফিসার (অস্থায়ী পদ)-জিওলোজি এন্ড মাইনিং
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণিতে বি.এসসি (অনার্স)সহ এম.এস.সি অথবা প্রথম শ্রেণিতে এম.এসসি, ডিগ্রি অথবা উভয় পরীক্ষায় ২য় শ্রেণি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: শিক্ষাজীবনে কোনো পরীক্ষাতেই তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকা চলবে না।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
গ্রেড: ০৯
৮. পদের নাম: ইঞ্জিনিয়ার (স্থায়ী পদ)-ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: ইহার সমতুল্য শিক্ষাগত যোগ্যতা।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
গ্রেড: ০৯
৯. পদের নাম: ইঞ্জিনিয়ার (স্থায়ী পদ)-ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ের সমতুল্য শিক্ষাগত যোগ্যতা।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
গ্রেড: ০৯
১০. পদের নাম: রিসার্চ কেমিস্ট (স্থায়ী পদ)- কেমিস্ট্রি
পদসংখ্যা: ০৩
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়সহ দ্বিতীয় বিভাগ/শ্রেণিতে বিএসসি ডিগ্রি অথবা এমএসসি।
অন্যান্য যোগ্যতা: শিক্ষাজীবনে কোনো স্তরেই ৩য় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা
গ্রেড: ১১
১১. পদের নাম: রিসার্চ ফিজিসিস্ট (স্থায়ী পদ)-ফিজিক্স
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়সহ দ্বিতীয় বিভাগ/শ্রেণিতে বিএসসি ডিগ্রি অথবা এমএসসি।
অন্যান্য যোগ্যতা: শিক্ষাজীবনে কোনো স্তরেই ৩য় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা
গ্রেড: ১১
১২. পদের নাম: রিসার্চ ফার্মাকোলজিস্ট (স্থায়ী পদ)-ফার্মাসি
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়সহ দ্বিতীয় বিভাগ/শ্রেণিতে বিএসসি ডিগ্রি অথবা এমএসসি।
অন্যান্য যোগ্যতা: শিক্ষাজীবনে কোনো স্তরেই ৩য় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা
গ্রেড: ১১
১৩. পদের নাম: টেকনিশিয়ান (স্থায়ী পদ)
পদসংখ্যা: ০৩
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস বা যেকোনো বিষয়ে ডিপ্লোমা।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
গ্রেড: ১৩
১৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (স্থায়ী পদ)
পদসংখ্যা: ০৫
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজসহ সর্বনিম্ন টাইপিংয়ের গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩৫ শব্দ ও বাংলায় ২৫ শব্দ হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
১৫. পদের নাম: ইলেক্ট্রিশিয়ান (স্থায়ী পদ)
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণি পাস।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজের ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
১৬. পদের নাম: অফিস সহায়ক (স্থায়ী পদ)
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণি পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
গ্রেড: ২০
১৭. পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট/পিপিএটেনডেন্ট/হেলপার (স্থায়ী)
পদসংখ্যা: ০৪
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণি পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
গ্রেড: ২০
১৮. পদের নাম: সিকিউরিটি গার্ড (স্থায়ী)
পদসংখ্যা: ০৩
শিক্ষাগত যোগ্যতা: ভুতপূর্ব প্রতিরক্ষা কর্মচারী অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণি পাস।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
গ্রেড: ২০
আবেদনকারীর বয়সসীমা: আবেদনকারীর বয়স ২৯ নভেম্বর ২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত।
যেসকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ক্রমিকে উল্লিখিত ১ থেকে ১২নং পদে দেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তবে ক্রমিকে ১৩ থেকে ১৫নং পদে নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, জয়পুরহাট, মাগুরা, বরিশাল, ভোলা ও পিরোজপুর জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এবং ক্রমিকে ১৬ থেকে ১৮নং পদে মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, টাঙ্গাইল, রাজবাড়ী, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, কুষ্টিয়া, নড়াইল, বরগুনা, বরিশাল, পটুয়াখালি, পিরোজপুর, মৌলভীবাজার ও হবীগঞ্জ জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
আবেদন ফি: আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদনে ক্রমিকে উল্লিখিত ১ থেকে ৯নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৬০০/- টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ৬৭/- টাকা, সর্বমোট ৬৬৭/- টাকা, ক্রমিকে ১০ থেকে ১২নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৩০০/- টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ৩৪/- টাকা, সর্বমোট ৩৩৪/- টাকা, ক্রমিকে ১৩ থেকে ১৫নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০/- টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ২৩/- টাকা, সর্বমোট ২২৩/- টাকা এবং ক্রমিকে ১৬ থেকে ১৮নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকা, সর্বমোট ১১২/- টাকা অফেরতযোগ্য টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে দুটি এসএমএসের মাধ্যমে অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
আবেদনের লিংক: http://bcsir21.teletalk.com.bd
আবেদনের সময়সীমা: ২৯ নভেম্বর ২০২৩ সকাল ১০টা থেকে ১৮ ডিসেম্বর ২০২৩ বিকেল ৫টা পর্যন্ত।