।। নিউজ ডেস্ক ।।
ফুলবাড়ী, নাগেশ্বরী ও রৌমারীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজা, ১০৫ বোতল ফেন্সিডিল, ১২ বোতল বিদেশি মদ ও ১০ পিস ইয়াবা উদ্ধারসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ নভেম্বর) কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র থেতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম সোমবার (২৭ নভেম্বর) বিকেলে ফুলবাড়ী থানাধীন শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী (বলদীটারী) এলাকা থেকে একটি ব্যাটারী চালিত অটোরিকশা চালকের সিটের নিচে লুকানো অবস্থায় ১৮ কেজি গাঁজা উদ্ধারসহ অটোরিকশা জব্দ করা হয়।
ফুলবাড়ী থানা পুলিশের আরও একটি চৌকস টিম একই দিনে সোমবার ( ২৭ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানাধীন ৫নং ভাঙ্গামোড় ইউনিয়নের ভাঙ্গামোড় (ছড়ারপাড়) এলাকা থেকে একাধিক মামলা আসামী বানিয়াটারী গ্রামের মাদক কারবারি মোঃ তুষার হক (২১) ও বোয়াইলভীর গ্রামের শ্রী রনজিত রায় (২৮) কে ১০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
অন্যদিকে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ১.৩০ টায় নাগেশ্বরী থানাধীন সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার মৌজাস্থ উত্তর ব্যাপারীর হাট থেকে সন্তোষপুর পুলিশপাড়ার মাদক কারবারি মো: মাসুদ রানা (৩৭) ও ভূরুঙ্গামারী থানাধীন শিংঝাড় জয়মনি গ্রামের আমির হোসেন (৪০) কে ১৫ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ১০৫ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে।
এছাড়াও রৌমারী থানা পুলিশের একটি টিম সোমবার (২৭ নভেম্বর) রাতে রৌমারী থানাধীন রৌমারী সদর ইউনিয়নের মির্জাপাড়া গ্রামস্থ রৌমারী টু কর্তিমারী বাজারগামী পাকা রাস্তার উপর থেকে মির্জাপাড়া গ্রামের মাদক কারবারি মোঃ ওবাইদুল ইসলাম (৩০) কে ১২ বোতল বিদেশি মদসহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।