দুর্গাপুর ইউনিয়ন প্রতিনিধিঃ
সারা বছর অযত্ন-অবহেলায় পড়ে থাকে পাঁচপীর বাজারের শহীদ মিনার। গরু-ছাগল চষে বেড়ায় সেখানে। রাতে বসে মাদকাসক্তের আড্ডা, নেই সীমানা প্রাচীর। শহীদ মিনারে জায়গা দখল করে বিকেলে বাজার বসে। দীর্ঘদিনের অবহেলা আর অযত্নে ইট পাথরের ফলকটি ফেটে চৌচির। চারপাশে ময়লা-আবর্জনার ছড়াছড়ি, দুর্গন্ধে দাঁড়ানো দায় না শহীদ মিনারের আশে পাশে। এ সম্পর্কে সমাজ সেবক রাজেন্দ্র নাথ সরকার বলেন, শহীদ মিনার তৈরি করা সহজ, কিন্তু এর পবিত্রতা রক্ষা করা কঠিন। শুধু বিজয় দিবস আর ২১ শে ফ্রেব্রুয়ারী আসলে শহীদ মিনারের পরিচর্যা না করে সারা বছর শহীদ মিনারের পরিচর্যা করা উচিৎ।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, শহীদ মিনারটির রক্ষণাবেক্ষণ বাবদ সরকারী বাজেট আসলেও খরচ না করে সংশ্লিষ্টরা নিজেদের পকেটে পুরে নেয়। এ নিয়ে মানুষ ক্ষুব্ধ হলেও তাদের অক্ষমতার কথা প্রকাশ করেছেন।