।। টেক ডেস্ক ।।
প্রয়োজনীয় হোক বা অপ্রয়োজনীয় প্রতিদিনেই ব্যবহারকারীদের ইনবক্সে কম বেশি মেসেজ এসে জমতে থাকে। অনেক সময় এসব মেসেজের ভিড়ে স্প্যাম বা অবাঞ্ছিত মেসেজও আসতে পারে, যার মধ্যে কোনটি স্প্যাম মেসেজ ও কোনটি সত্যি তা অনেকেই বুঝে উঠতে পারে না। অন্যান্য মেসেজিং প্ল্যাটফর্মের মতো গুগল মেসেজেও স্প্যাম বা অবাঞ্ছিত মেসেজের প্রবণতা অনেক বেড়ে গেছে। ফলে নির্দিষ্ট একটা জরুরি মেসেজ খুঁজতে গিয়ে ব্যবহারকারীদের অনেক ঝামেলা পোহাতে হয়। তবে চাইলেই কিন্তু গুগল মেসেজে স্প্যাম মেসেজ ব্লক ও রিপোর্ট করার মাধ্যমে এ ধরণের স্প্যাম মেসেজ আসা বন্ধ করা যাবে।
চলুন তাহলে জেনে নেওয়া যাক যেভাবে স্প্যাম মেসেজে ব্লক বা রিপোর্ট করবেনঃ-
★ স্প্যাম মেসেজে রিপোর্ট করতে প্রথমে স্মার্টফোনের গুগল মেসেজ অ্যাপটি ওপেন করতে হবে।
★ তারপর যে মেসেজটি ভুয়া স্প্যাম বলে মনে হচ্ছে সেই মেসেজটি খুঁজে বের করতে হবে।
★ মেসেজটি খুঁজে পেলে তার মধ্যে লং-প্রেস করতে হবে এবং স্ক্রিনে উপরের দিকে ডান পাশে থ্রি-ডট মেনুতে ক্লিক করতে হবে।
★ এবার থ্রি-ডট মেনু থেকে ব্লক অপশনটি খুঁজে বের করে তাতে ক্লিক করতে হবে।
★ তারপর স্ক্রিনে একটি পপআপ উইন্ডো ওপেন হবে এবং উইন্ডোতে জানতে চাইবে যে, স্প্যাম হিসেবে এই মেসেজটিকে রিপোর্ট করতে চান কি না।
★ তারপর বক্সের মধ্যে টিক মার্ক দিয়ে ব্লক অপশনে ক্লিক করে দিলেই স্প্যাম মেসেজে ব্লক ও রিপোর্ট করা হয়ে যাবে।
গুগল মেসেজের এই অপশনটি অনুসরণ করে স্প্যাম মেসেজ পাঠানো উৎসটিকে আটকানো যাবে ঠিকি। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, প্রতারকরা কিন্তু আবারও অন্য একটি নম্বর ব্যবহার করে এরকম স্প্যাম বা অবাঞ্ছিত মেসেজ পাঠাতে পারে। তাই, যেসব মেসেজ ক্ষতিকারক বলে মনে হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং সেই মেসেজে রিপ্লাই করা বা তাতে আসা কোনও লিংকে ভুলেও ক্লিক করা যাবে না।