।। টেক ডেস্ক ।।
অনবরত স্মার্টফোন ব্যবহার করতে থাকলে একটা সময় পর এর গতি কমতে থাকে বা ধীরগতিশীল হয়ে পড়ে। সফটওয়্যার ও অপারেটিং সিস্টেমের ত্রুটি, ভাইরাস বা ম্যালওয়্যার আক্রমণের কারণে ফোন অকেজো হয়ে যাওয়ার পাশাপাশি বারবার রিস্টার্টও হতে দেখা যায়। এক্ষেত্রে অনেকেই তার স্মার্টফোনটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে চায়, কিন্তু কোনোকিছু বুঝে ওঠার আগেই তারা ফোনটিকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তবে চাইলেই ফ্যাক্টরি রিসেট করার মাধ্যমে স্মার্টফোনকে নতুনত্বের অবস্থায় এনে গতিশীল করে তোলা সম্ভব।
স্মার্টফোন কেনার মুহূর্তে অপারেটিং সিস্টেম এবং নির্দিষ্ট অ্যাপগুলো ছাড়া তেমন কোনো কিছু দেয়া থাকে না। পুরোনো স্মার্টফোন বা দীর্ঘদিন ব্যবহার করা ফোন ফ্যাক্টরি রিসেট করে সেই পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায়। এই রিসেটটি করার মাধ্যমে ফোনের মধ্যে থাকা সকল তথ্য ডিলিট হয়ে যায়, ফোনের বিভিন্ন ত্রুটিযুক্ত সফটওয়্যার ও ভাইরাস বা ম্যালওয়্যার থেকে রক্ষা মিলে এবং সেই সাথে স্মার্টফোন নতুনত্বের ছোঁয়া পেয়ে থাকে। তবে ফ্যাক্টরি রিসেট করার আগে অবশ্যই স্মার্টফোনে থাকা প্রয়োজনীয় তথ্য সরিয়ে নিতে হবে।
চলুন তাহলে জেনে নেওয়া যাক স্মার্টফোনে ফ্যাক্টরি রিসেট দেওয়ার উপায়ঃ-
➤ প্রথমে স্মার্টফোনের সেটিংস অপশনে প্রবেশ করে জেনারেল ম্যানেজমেন্ট অপশন সিলেক্ট করতে হবে।
➤ তারপর জেনারেল ম্যানেজমেন্ট অপশন থেকে রিসেট বাটনে ক্লিক করতে হবে বা সেটিংস অপশনের সার্চবার থেকে রিসেট লিখেও অপশন নির্বাচন করে রিসেট বাটনে ক্লিক করতে পারেন।
➤ তারপর ফ্যাক্টরি ডেটা রিসেট বাটনে ক্লিক করে পরের পৃষ্ঠায় প্রবেশ করতে হবে।
➤ এবার স্ক্রিনে নির্বাচন করা অপশনে রিসেট বাটনে ক্লিক করা মাত্রই স্মার্টফোন রিসেট হয়ে যাবে।