।। উপজেলা প্রতিনিধি ।।
ফুলবাড়ীর নাওডাঙ্গা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আলতাব হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২৬ নভেম্বর) দুপুর ২ টায় নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জানাজা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান ও নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাছেন আলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
//নিউজ/ফুলবাড়ী//নূর-নবী/নভেম্বর/২৬/২৩