|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, নভেম্বর ২৩, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রাম ৪ আসনের নৌকার প্রার্থী হতে দেড় ডজন মনোনয়ন জমা
কুড়িগ্রাম-৪ আসন চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলা নিয়ে জাতীয় সংসদের ২৮ নম্বর নির্বাচনী এলাকা। এ আসনে এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের দেড় ডজনেরও বেশি নেতা মনোনয়ন চাচ্ছেন বলে আলোচনা থাকলেও এই আসন থেকে দেড় ডজনের উপর প্রার্থী দলীয় মনোনয়ন ক্রয় করেছেন বলে জানা গেছে।
https://www.ulipur.com/?p=28440
➤ শাকসবজি চাষে পাল্টে যাচ্ছে কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষদের জীবিকা
সামিউল ইসলাম বলেন, আমার ৪ শতক জমিতে গাছ লাগিয়েছি পাশাপাশি লাল শাক, কলমি শাক, মিষ্টি কুমড়া ও রসুন রোপন করেছি। এখানে লাল শাক রোপনে আমার মাত্র ১৫০ টাকা খরচ হয়েছে। এযাবৎ ১ হাজার টাকার শাক বিক্রি করেছি।
https://www.ulipur.com/?p=28469
➤ কুড়িগ্রামে ৩৬০ জন নারীর মাঝে শীতকালীন সবজির বীজ বিতরণ
কুড়িগ্রামে ৩৩৮ জন নারী ও ২২ জন ট্রান্সজেন্ডারকে প্রদান করা হয়েছে ১১ প্রকারের সবজি বীজ। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম সদরের পাঁচগাছি ইউনিয়নের নিমকুশার পাড় গ্রামে এ সবজি বীজ বিতরণ করা হয়।
https://www.ulipur.com/?p=28466
➤ ফুলবাড়ীতে গৃহবধূকে মারধর ও মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা
ওই ইউনিয়নের কৃষ্ণানন্দ বকশী বালাতারি গ্রামের নুরনবী মিয়ার ছেলে রবিউল ইসলাম রবি (৩০) পার্শ্ববর্তী পূর্ব ফুলমতি গ্রামের মৃত মিজানুর রহমানের স্ত্রী সাজিনা বেগম (৩৫) কে বিয়েসহ বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে পরকীয়া প্রেমে জড়ায়। বিষয়টি পরিবারসহ এলাকায় জানাজানি হলে এক বছর আগে কুড়িগ্রাম নোটারি পাবলিকে এফিডেভিট মূলে বিবাহ করে।
https://www.ulipur.com/?p=28463
➤ উলিপুরে কাজ করেও ন্যায্য মজুরি পাননি ইজিপিপি প্রকল্পের শ্রমিকরা
জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে উপজেলার ১৩ টি ইউনিয়নের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি প্লাস) প্রকল্পে ৫ হাজার ৭১ জন শ্রমিক বাছাই করা হয়। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে গ্রামীণ অবকাঠামো সংস্কারে মাটি কাটার কাজ শুরু করেন শ্রমিকরা। ইউপি চেয়ারম্যানদের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট ইউপি সদস্যগণ প্রকল্পের সভাপতির দায়িত্ব পালন করেন।
https://www.ulipur.com/?p=28472