ঢাকা মহানগর প্রতিনিধিঃ
৭ ডিসেম্বর ২০১৬ ইং সন্ধ্যায় রাজধানীর এক মিলনায়তনে “রেল -নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, কুড়িগ্রাম”-এর ঢাকা মহানগর শাখা কর্তৃক আয়োজিত “কুড়িগ্রামের উন্নয়নে আমাদের ভাবনা” শীর্ষক এক আলোচনা সভা এবং মহানগর শাখার নতুন কমিটির অভিষেক বিষয়ক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য নূর-ই-হাসনা লিলি চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম (সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল এবং চেয়ারম্যান, অর্থনীতি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়), জনাব সাইদুল আবেদীন ডলার (মহাসচিব, কুড়িগ্রাম জেলা সমিতি, ঢাকা), জনপ্রিয় ঔপন্যাসিক ও বিশিষ্ট কথা সাহিত্যিক জনাব তৌহিদুর রহমান, বীর মুক্তিযদ্ধা শামসুল হক (উপদেষ্ঠা, গনকমিটি, মহানগর শাখা), টিএম মিজানুর রহমান তালুকদার, (উপদেষ্ঠা, গনকমিটি, মহানগর শাখা), জনাব সামুন আমীন (উপদেষ্ঠা, গনকমিটি, মহানগর শাখা), বাংলাদেশ জাতীয়দলের সাবেক খেলোয়াড় ও সংগঠক রেহানা পারভিন এবং রেল গবেষক আতিকুর রহমান (প্রকল্প কর্মকর্তা, ডব্লিউবিবি ট্রাস্ট)।
টিভি অভিনেতা ও উপস্থাপক সাখাওয়াত স্বপন-এর সাবলীল ও চমৎকার উপস্থাপনায় এবং আঃ ছোবাহান জুয়েল- এর সভাপতিত্বে কুড়িগ্রামের উন্নয়নে বক্তারা তাঁদের সুচিন্তিত মতামত সুন্দর ভাবে উপস্থাপন করেন। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য নূর-ই-হাসনা লিলি চৌধুরী বলেন জনগনই ক্ষমতার উৎস এবং তরুনরা যদি একত্রিত হয়ে কোন যৌক্তিক দাবী মাননীয় প্রধানমন্ত্রীর নিকট পেশ করেন তাহলে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী তা পূরণ করবেন। প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার কুড়িগ্রামের প্রতি বিশেষ নজর রয়েছে। দলমত নির্বিশেষে কুড়িগ্রামের মানুষের প্রাণের চাওয়া ঢাকা-কুড়িগ্রাম আন্তঃনগর রেল চালু সহ কুড়িগ্রাম কে সমৃদ্ধ করতে যা কিছু প্রয়োজন তার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী করে দিবেন বলে তিনি আশা ব্যাক্ত করেন। ঢাকাস্থ কুড়িগ্রাম জেলা সমিতির মহাসচিব জনাব সাইদুল আবেদীন ডলার বলেছেন, উন্নয়নের পূর্বশর্ত হল উন্নত যোগাযোগ ব্যবস্থা তাই কুড়িগ্রামের উন্নয়নে আন্তঃনগর রেল যোগাযোগসহ অন্যান্য উন্নয়নে একত্রে কাজ করতে হবে। আমরা যদি নিজেদের অবস্থান থেকে কাজ করি এবং সচেতনতার সাথে আমাদের চাওয়া গুলো দায়ীত্বরত কর্মকর্তাদের নিকট উপস্থাপন করি এবং সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে কিছু উন্নয়ন করি তাহলেই সমাজের উন্নয়ন সম্ভব । আমাদের দেশে রেল এর প্রয়োজনীয়তা ও রেলের সার্বিক অবস্থার উপর চমৎকার উপস্থাপনা দেখিয়েছেন ডব্লিউবিবি ট্রাস্ট-এর প্রকল্প কর্মকর্তা জানাব আতিকুর রহমান , এ ছাড়াও বিশিষ্ট সাহিত্যিক জনাব তৌহিদুর রহমান, টিএম মিজানুর রহমান তালুকদার, (উপদেষ্ঠা, গনকমিটি, মহানগর শাখা), বাংলাদেশ জাতীয়দলের সাবেক খেলোয়াড় রেহানা পারভিন, তাজুল ইসলাম (সভাপতি,গণকমিটি, কুড়িগ্রাম সদর শাখা), প্রকাশক ও সম্পাদক কাদের বাবু প্রমুখ কুড়িগ্রামের উন্নয়নে ভাবনা ব্যাক্ত করেছেন। গণকমিটির কার্যক্রম নিয়ে কথা বলেন সাবেক সভাপতি রফিকুল রঞ্জু ও সাবেক সাধারণ সম্পাদক মনছেফা আক্তার তৃপ্তি এবং প্রবন্ধ উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক রেফাজুল হক কানন।
অনুষ্ঠানের শেষভাগে “রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি” ঢাকা মহানগর শাখার ২০১৭-২০১৮ সালের নতুন কমিটিকে আমন্ত্রিত অতিথিবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কমিটির পক্ষে সভাপতি জনাব রফিকুল রঞ্জু এবং সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন (স্বপন) ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন।