।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে ৩৩৮ জন নারী ও ২২ জন ট্রান্সজেন্ডারকে প্রদান করা হয়েছে ১১ প্রকারের সবজি বীজ। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম সদরের পাঁচগাছি ইউনিয়নের নিমকুশার পাড় গ্রামে এ সবজি বীজ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, বিএমজেড-পিটি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রফিকুল ইসলাম, মাঠকর্মী এএসএম কামাল, শাহিদা খাতুন প্রমুখ।
আত্মকর্মসংস্থান ও প্রতিটি বাড়ি সবুজ কর্মসূচির আওতায় স্থানীয় বেসরকারি সংগঠন এএফএডি বিএমজেড-পিটি প্রকল্পের আওতায় এবং মালিটিজার ইন্টারন্যাশনাল ও বিএমজেড-পিটি’র আর্থিক সহযোগিতায় ৩৬০ জন নারী ও ট্রান্সজেন্ডারকে ৫০০ টাকা করে ১লক্ষ ৮০ হাজার টাকার ১১ প্রকারের সবজি বীজ বিতরণ করা হয়।