।। টেক নিউজ ।।
‘ইমু এডিট’ ও ‘ইমু ভিডিও’ নামক নতুন দুটি টুল যুক্ত করে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই। যার সাহায্যে ব্যবহারকারীরা খুব সহজেই ছবি সম্পাদনার পাশাপাশি কৃত্রিম ভিডিও তৈরি করে ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবে। অনলাইন প্রেমীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি ছবি ও কৃত্রিম ভিডিও তৈরির সুযোগ করে দিতে নতুন দুটি এআই টুল যুক্ত করার ঘোষণা দিয়েছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ।
মেটার তথ্যমতে, ইমু এডিট টুলটি ব্যবহার করে যেকোনো ছবির মান উন্নয়নের পাশাপাশি ছবিতে থাকা বিভিন্ন দৃশ্য পরিবর্তন করা যাবে। অর্থাৎ ছবিতে থাকা যেকোনো ব্যক্তি বা বস্তুকে মুছে ফেলার পাশাপাশি নতুন দৃশ্য যোগ করা যাবে। ছবি সম্পাদনার জন্য বাড়তি কোনো কষ্টও করতে হবে না ব্যবহারকারীদের। টুলটির নির্দিষ্ট বক্সে ছবি সম্পাদনার নির্দেশনা লিখলেই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তা করে দেবে টুলটি এবং ইমু ভিডিও টুলটির মাধ্যমে ব্যবহারকারীরা এআইয়ের সাহায্যে বিভিন্ন বিষয়ের কৃত্রিম ভিডিও তৈরি করতে পারবেন। ভিডিওতে থাকা বিভিন্ন দৃশ্য চাইলে পরিবর্তনও করতে পারবেন ব্যবহারকারীরা। ইমু ভিডিও টুলটির নির্দিষ্ট বক্সে ভিডিও তৈরির নির্দেশনা লিখে দিলেই সে অনুযায়ী ভিডিও তৈরি করে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। ফলে দক্ষতা না থাকলেও ভালো মানের ভিডিও তৈরি করা যাবে।
‘ইমু এডিট’ ও ‘ইমু ভিডিও’ টুল দিয়ে তৈরি করা ভিডিও এবং সম্পাদনা করা ছবি সহজেই ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করার মাধ্যমে ব্যবহারকারীরা আরও আধুনিক হয়ে উঠতে পারবে। তবে এআইয়ের নতুন টুলগুলো কবে এবং কখন উন্মুক্ত করা হবে, সে বিষয়ে কোনো তথ্য জানাননি মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ।