।। নিউজ ডেস্ক।।
উলিপুর ও নাগেশ্বরীতে জুয়া খেলা অবস্থায় জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থসহ ১১ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
উলিপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৯ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মিজানুর রহমান, আজিজুল হাকিমসহ একদল পুলিশ পৌরসভার হেলিপ্যাড এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৫ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, পৌরসভার হায়াৎ খাঁ গ্ৰামের রহিম উদ্দিনের পুত্র হানিফ মিয়া (৫৫), আমান মিয়ার পুত্র মুকুল মিয়া (৩৪), উমাল উদ্দিনের পুত্র মজিবর রহমান (৩৮), মোজাম্মেল হকের পুত্র জিয়াউর রহমান (৩৫) ও একাব্বর আলীর পুত্র মিজানুর রহমান (৩০)।
অন্যদিকে সোমবার (২০ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে পৌরসভার বালাটারী পানাকুরি গ্রামে অভিযান চালিয়ে নুর ইসলাম (৪৮), জাহিদুল ইসলাম (৪২), সরপেশ আলী (৫৬), শাহজাহান আলী (৪৫), শাজাহান আলী (৪৮) ও শাহ আলম (৪৫) কে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, জেলায় আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়াড়িদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। জুয়া নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
//নিউজ//উলিপুর//মালেক/নভেম্বর/২১/২৩