।। টেক ডেস্ক ।।
মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের পণ্য জিমেইল বর্তমানে ব্যবহারকারীদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। একই সঙ্গে জিমেইল অ্যাকাউন্টে বিনামূল্যে ১৫ জিবি পর্যন্ত তথ্য সংরক্ষণ রাখার পরিসেবা দিয়েছে প্রতিষ্ঠানটি। জিমেইলের ব্যাপক চাহিদা থাকার কারণে অনেক সময় কাজের ক্ষেত্রে গুগলের দেয়া ১৫ জিবি কম পড়ে যায়। যে কারণে জিমেইল অ্যাকাউন্টের তথ্য সংরক্ষণের ধারণক্ষমতা বাড়াতে আমরা অপ্রয়োজনীয় ই-মেইল ডিলিট করতে শুরু করে দেই। কিন্তু অ্যাকাউন্টের ইনবক্সে থাকা অসংখ্য ই-মেইল আলাদাভাবে ডিলিট করতে আমাদের অনেক সময় লেগে যায়। তবে চাইলেই কম সময়ে জিমেইল অ্যাকাউন্টের ইনবক্সে থাকা একাধিক ই-মেইল একসঙ্গে ডিলিট করতে পারবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক একসঙ্গে একাধিক ই-মেইল ডিলিট করার উপায়।
কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো ই-মেইল একসঙ্গে ডিলিট করবেন যেভাবে
★ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রেরিত ই-মেইল একসঙ্গে ডিলিট করতে প্রথমে কম্পিউটার থেকে জিমেইলের সার্চবারে ক্লিক করতে হবে।
★ তারপর সার্চবারে নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো ই-মেইলগুলোর ঠিকানা লিখতে হবে।
★ তারপর রিফ্রেশ বাটনের পাশে থাকা চেক বক্সে ক্লিক করে অল বাটন সিলেক্ট অপশনে ক্লিক করে সিলেক্ট অল করতে হবে।
★ এবার ডিলিট বাটনে ক্লিক করা মাত্রই সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো ৫০টি পর্যন্ত ই-মেইল একসঙ্গে ডিলিট করা যাবে।
ডিভাইসে থাকা পুরোনো ই-মেইল একসঙ্গে ডিলিট করবেন যেভাবে
★ ডিভাইস থেকে পুরোনো ই-মেইলগুলোকে একসঙ্গে ডিলিট করতে প্রথমে জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।
★ তারপর অ্যাকাউন্টের উপরে থাকা সার্চবারে ইংরেজিতে Before লিখে সবার আগে বছর তারপর নির্দিষ্ট মাস এবং শেষ পর্যায়ে নির্দিষ্ট দিনটি উল্লেখ করতে হবে।
★ তারপর ইন্টার বাটনে ক্লিক করলে অ্যাকাউন্টের ইনবক্সে নির্দিষ্ট মাস এবং উল্লিখিত দিনটির থেকে আগের সব ই-মেইল স্ক্রিনে দেখা যাবে।
★ অ্যাকাউন্টের উপরে চেকবক্স থেকে ই-মেইলগুলো নির্বাচন করে ডিলিট বাটনে ক্লিক করে দিলেই পুরোনো সব ই-মেইল একসঙ্গে ডিলিট হয়ে যাবে।