|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, নভেম্বর ১৯, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ ফুলবাড়ীতে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রবিবার ভোরে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হন আবেদ আলী। তারপর সারাদিন বাড়ী ফেরেননি তিনি। রাতে বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় লিচু গাছে মরদেহ ঝুলতে দেখে কয়েকজন পথচারী চিৎকার করলে বাড়ীর লোকজন এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
➤ উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস উপলক্ষে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত
উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়াও অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে সনদপত্র বিতরণ করা হয় ও উপস্থিত সকলেই কল্যাণ রাষ্ট্র গঠনে সম্মিলিত কণ্ঠে শপথ বাক্যপাঠ করেন।
https://www.ulipur.com/?p=28353
➤ রাজারহাটে মাছের গায়ে আল্লাহু লেখা দেখতে জনতার ভিড়
রোববার (১৯ নভেম্বর) সকালে মাছের গায়ে আল্লাহু লেখা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর আগে রোববার সকালে রাজারহাটের চাকিরপশার ইউনিয়নের তালুক নাককাটি গ্রামের রফিকুল ইসলাম নামের একজনের পুকুরে মাছটি ধরা পরে।
https://www.ulipur.com/?p=28362
➤ ফুলবাড়ীতে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত
শনিবার (১৮ নভেম্বর) ফুলবাড়ী ডিগ্রী কলেজে সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরামহীনভাবে ভোট গ্রহণ করা হয়। ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভোটাররা আনন্দময় পরিবেশে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
https://www.ulipur.com/?p=28368