।। টেক ডেস্ক ।।
চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মাঝে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট বার্ড ব্যবহারের সুবিধা চালু করে মার্কিন প্রযুক্তি গুগল। একই সাথে বার্ডের একাধিক নতুন ফিচার্সও যোগ করে দেয় প্রতিষ্ঠানটি। চ্যাটবটটি গুগলের এলএএমডিএ (ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়ালগ অ্যাপ্লিকেশন) প্রযুক্তি কাজে লাগিয়ে ইংরেজি ভাষার যেকোনো প্রশ্নের উত্তর দ্রুত দেয়া থেকে শুরু করে জি-মেইলের ইনবক্সে থাকা বিভিন্ন ই-মেইলের পাশাপাশি গুগল ডকস থেকেও প্রয়োজনীয় তথ্য খুঁজে দিতে পারে খুব সহজেই। তবে এক দল সাইবার অপরাধী এই জনপ্রিয় চ্যাটবটটির অনুরুপ ম্যালওয়্যারযুক্ত ভুয়া ‘বার্ড’অ্যাপ তৈরি করে ব্যবহারকারীদের বিপাকে ফেলে তাদের তথ্য চুরি করতে সক্ষম হচ্ছে। তাই বেশ কয়েকটি এ ধরণের ভুয়া বার্ড অ্যাপকে চিহ্নিত করে ব্যবহারকারীদের সতর্কবার্তা প্রদার করেছে জায়ান্ট গুগল।
গুগলের জানায়, বার্ড চ্যাটবটের কোনো অ্যাপ তৈরি করা হয়নি। bard.google.com সার্চ করে ওয়েবসাইটে প্রবেশ করে বিনামূল্যে ব্যবহার করা যায় চ্যাটবটটি। কিন্তু এক দল সাইবার অপরাধী একাধিক ভুয়া ‘বার্ড’অ্যাপ তৈরি করেছে। ফেসবুকসহ বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপগুলো বিনামূল্যে ডাউনলোড করার প্রলোভনে বিজ্ঞাপনও দিচ্ছে তারা। বিজ্ঞাপনগুলোতে ক্লিক করে অ্যাপগুলো ডাউনলোড করা না গেলেও ডিভাইসে ম্যালওয়্যার প্রবেশ করে। ফলে দূর থেকেই সেসব ডিভাইসের তথ্য সংগ্রহ করতে থাকে সাইবার অপরাধীরা। গুগল এআই ও এআই গুগল বার্ডসহ বিভিন্ন নামে অনলাইনে পাওয়া যাচ্ছে অ্যাপগুলো।
চ্যাটবট বার্ডের মতো ভুয়া বার্ড অ্যাপগুলো বিশ্বজুড়ে অসংখ্য মানুষের মাঝে বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করছে যা অনলাইন ব্যবহারকারীদের কাছে একটি নেটিবাচক দিক হিসেবে প্রকাশ পায়। কিন্তু গুগলের প্রেরিত সতর্ক বার্তা অবলম্বন করে ব্যবহারকরীরা নিজেস্ব তথ্য সংরক্ষণ রাখা ও সাইবার অপরাধীদের থেকে নিজেকে অনলাইনে নিরাপদ রাখতে সহায়তা করে।