।। উপজেলা প্রতিনিধি ।।
“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” এই প্রতিপাদ্যে উলিপুরে ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম হাতিয়া গণহত্যা দিবস উপলক্ষে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা অডিটরিয়াম হলরুমে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের আয়োজনে, সুজন-সুশাসনের জন্য নাগরিকের সহযোগিতায় এই অলিম্পিয়াড
অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান অলিম্পিয়াডের উদ্বোধন করেন।
পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা সুজনের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উলিপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার ও উলিপুর সরকারি কলেজের ইংরেজি প্রভাষক নাজমা আক্তার। সুজনের সাংস্কৃতিক সম্পাদক মিনহাজ আহমেদ মুকুলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী রাশেজ দে রাজু, সুজনের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী, সাংবাদিক সাজাদুল ইসলাম, সহযোগী অধ্যাপক মোজাফফর হোসেন মন্ডল, প্রভাষক সাখাওয়াত হোসাইন প্রমুখ।
উল্লেখ্য, এতে উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়াও অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে সনদপত্র বিতরণ করা হয় ও উপস্থিত সকলেই কল্যাণ রাষ্ট্র গঠনে সম্মিলিত কণ্ঠে শপথ বাক্যপাঠ করেন।
//নিউজ//উলিপুর//মালেক/নভেম্বর/১৯/২৩