নদী গবেষণা ইনস্টিটিউট জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্বখাতভুক্ত একাধিক শূন্য পদে মোট ৮ জনকে নিয়োগ দেবে। শূন্য পদগুলো হলো ১৬তম গ্রেড থেকে ২০তম গ্রেড পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত যোগ্যতা অনুযায়ী যেকেউ আবেদন করতে পারবেন।
১. পদের নাম: মডেল টেকনিশিয়ান (গ্রেড-এ)
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অন্যূন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
২. পদের নাম: গাড়িচালক (লাইট)
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অন্যান্য যোগ্যতা: হালকা গাড়ি চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
৩. পদের নাম: গবেষণাগার বেয়ারার (গ্রেড-এ)
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
গ্রেড: ২০
৪. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
গ্রেড: ২০
৫. পদের নাম: বৈদ্যুতিক সহায়তাকারী
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
গ্রেড: ২০
আবেদনকারীর বয়সসীমা: আবেদনকারীর বয়স ০১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে ১৮ থেকে সর্বোচ্চ বয়স ৩০ বছর পর্যন্ত। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত হতে হবে।
ক্রমিকে উল্লিখিত ১ ও ২নং পদে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, নাটোর, চাপাইনবাবগঞ্জ, লক্ষ্মীপুর, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, খুলনা, যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, নড়াইল, বরিশাল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবীগঞ্জ এবং ক্রমিকে ৩ থেকে ৫নং পদে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, শেরপুর, ময়মনসিংহ, টাংগাইল, জামালপুর, চাঁদপুর, জয়পুরহাট, নেত্রকোনা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও নোয়াখালী, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, খুলনা, যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, নড়াইল, বরিশাল, চুয়াডাঙ্গা, বাগেরহাট, মেহেরপুর, ভোলা, ঝালকাঠি, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবীগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
আবেদন ফি: আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদনে ক্রমিকে উল্লিখিত ১ ও ২নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০/- টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ২৩/- টাকা, সর্বমোট ২২৩/- টাকা এবং ক্রমিকে ৩ থেকে ৫নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকা, সর্বমোট ১১২/- টাকা অফেরতযোগ্য টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
আবেদনের লিংক: rri.teletalk.com.bd
আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৩, বিকাল ৫ টা পর্যন্ত।
সূত্র: নদী গবেষণা ইনস্টিটিউট।