বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৩ ক্যাটাগরির শূন্য পদে মোট ১৫৪ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত যোগ্যতা অনুযায়ী যেকেউ আবেদন করতে পারবেন।
১. পদের নাম: সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন/মানবসম্পদ)
পদসংখ্যা: ১১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে এমবিএ বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ–৪-এর স্কেলে অন্তত ৩ থাকতে হবে। অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি সিজিপিএ–৪-এর স্কেলে অন্তত ৩ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি বা সমমান পাসের ক্ষেত্রে জিপিএ–৫-এর স্কেলে ৩.৫০ থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার পরিচালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল: অন-প্রবেশনকালীন নির্ধারিত বেতন ৪১,৮০০ টাকা। এ ছাড়া বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে। অনপ্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে মাসিক বেতন ৪৩,৫০০ টাকা স্কেলে নির্ধারিত হবে।
২. পদের নাম: সহকারী জেনারেল ম্যানেজার (অর্থ হিসাব/অর্থ রাজস্ব)
পদসংখ্যা: ১৬
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং/ফিন্যান্সে এমবিএ ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ–৪-এর স্কেলে অন্তত ৩ থাকতে হবে। অথবা চার বছর মেয়াদি বিবিএ ডিগ্রি। অথবা বাণিজ্যে স্নাতক ডিগ্রিসহ সিএ (সার্টিফিকেট লেভেল)/সিএমএ (সার্টিফিকেট লেভেল) কোর্স করা থাকতে হবে। সিজিপিএ–৪-এর স্কেলে অন্তত ৩ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি বা সমমান পাসের ক্ষেত্রে জিপিএ–৫-এর স্কেলে ৩.৫০ থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার পরিচালনায় পারদর্শী থাকতে হবে।
বেতন স্কেল: অন-প্রবেশনকালীন নির্ধারিত বেতন ৪১,৮০০ টাকা। এ ছাড়া বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে। অনপ্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে মাসিক বেতন ৪৩,৫০০ টাকা স্কেলে নির্ধারিত হবে।
৩. পদের নাম: সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর
পদসংখ্যা: ১২৭
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কলা/বিজ্ঞান/বাণিজ্য/সামাজিক বিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ–৪-এর স্কেলে অন্তত ৩ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি বা সমমান ও ডিপ্লোমা পাসের ক্ষেত্রে জিপিএ–৫-এর স্কেলে ৩.৫০ থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার পরিচালনায় পারদর্শী থাকতে হবে।
বেতন স্কেল: অন-প্রবেশনকালীন নির্ধারিত বেতন ২৬,১০০ টাকা। এ ছাড়া বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে। অনপ্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে মাসিক বেতন ২৭,৪১০ টাকা স্কেলে নির্ধারিত হবে।
আবেদনকারীর বয়সসীমা: আবেদনকারীর বয়স আগামী ১৪ ডিসেম্বর ২০২৩ তারিখে ১৮ থেকে সর্বোচ্চ বয়স ৩০ বছর পর্যন্ত। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত হতে হবে।
দেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
আবেদন ফি: আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদনে ক্রমিকে উল্লিখিত ১ ও ২নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ৬৬৯/- টাকা এবং ক্রমিকে ৩নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ৩৩৫/- টাকা অফেরতযোগ্য টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
আবেদনের লিংক: http//brebhr.teletalk.com.bd
আবেদনের সময়সীমা: ২১ নভেম্বর সকাল ১০টা থেকে ১৪ ডিসেম্বর ২০২৩, বিকাল ৫টা পর্যন্ত।