|| নিউজ ডেস্ক ||
আজ শুক্রবার, নভেম্বর ১৭, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
বৃহস্পতিবার (নভেম্বর ১৭) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আতিকুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার তবকপুর ইউনিয়নে অভিযান চালায়। এসময় তবকপুর সরদার পাড়া গ্রামের একটি মুদি দোকানের সামন থেকে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ছালাম উদ্দিনকে আটক করা হয়।
➤ স্বাভাবিক জীবনে ফিরতে চায় চিলমারীর আইরিন
চিলমারীর রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা মাষ্টার পাড়া এলাকার দিনমজুর মোঃ আব্দুল আজিজ মিয়ার কন্যা মোছা. আইরিন আক্তার (১৫)। স্থানীয় পাত্রখাতা রিয়াজুল জান্নাহ দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী। লেখা-পড়ার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও সে পঙ্গুত্বের কারণে অন্যান্য বন্ধু-বান্ধবীদের মতো মাদ্রাসায় গিয়ে লেখা-পড়া করতে পারছেনা, পারছেনা খেলা-ধুলাও করতে।
https://www.ulipur.com/?p=28312
➤ কুড়িগ্রামে স্বল্প দামে সাধারণ মানুষের কাছে শাক সবজি বিক্রি করছে ছাত্রলীগ
কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের নেতা কর্মীরা সরাসরি কৃষকের জমি থেকে বিভিন্ন প্রকার শাক সবজি পাইকারি দরে কিনে এনে খলিলগঞ্জ বাজারে আনুষ্ঠানিক ভাবে প্রতিপিচ লাউ ২০ টাকা, প্রতি কেজি ফুলকপি ২০ টাকা, মুলা ২০ টাকা ও প্রতি আঁটি বিভিন্ন প্রকার শাক ১-২ টাকা বিক্রি করা হচ্ছে। আজ প্রথম দিনে ৫ শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে এসব সবজি বিক্রি করা হয়।
https://www.ulipur.com/?p=28319
➤ ভূরুঙ্গামারীতে জমির ধান লুট, বাঁধা দিতে গিয়ে আহত ২
পুলিশ চলে যাওয়ার পর আব্দুল লতিফ গং আবারও ধান কাটা শুরু করে। বিষয়টি জানাতে পুলিশকে ফোন দিয়ে কোন সাড়া না পেয়ে জিল্লুর রহমান তার লোকজনকে নিয়ে জমিতে গিয়ে ধান কাটতে বাঁধা প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল লতিফ, আব্দুল মতিন, হযরত আলী, হোছেন আলী ও নজরুল ইসলামসহ তাদের লোকজন জিল্লুর রহমান গংয়ের উপর অতর্কিত হামলা চালায়।
https://www.ulipur.com/?p=28322