|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, নভেম্বর ১৬, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ এক তরফা তফসিল ঘোষণা করার প্রতিবাদে কুড়িগ্রামে গণ মিছিল
দলীয় সরকারের অধীনে এক তরফা তফসিল ঘোষণা করার প্রতিবাদে কুড়িগ্রামে গণ মিছিল ও বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সব স্তরের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় নছর উদ্দিন মার্কেট মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একটি পথ সভার মাধ্যমে মিছিলটি শেষ করেন তারা।
➤ কুড়িগ্রামে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ২১
জিআর ওয়ারেন্ট মূলে ০৬ জন (কুড়িগ্রাম-০২, নাগেশ্বরী-০১, ফুলবাড়ী-০১), নিয়মিত মামলায় গ্রেফতার ০৫ জন (নাগেশ্বরী-০৩, ফুলবাড়ী-০২), পূর্বের মামলায় ৬ জন (কুড়িগ্রাম-০১, উলিপুর -০৪, ফুলবাড়ী-০১), ৩৪ ধারায় ০১ জন (কুড়িগ্রাম), জিআর সাজা ওয়ারেন্ট মূলে ০২ জন (ফুলবাড়ী-০১, ভূরুঙ্গামারী-০১), সিআর সাজা ওয়ারেন্ট মূলে ০১ জন (রাজারহাট) সহ মোট ২১ জন আসামী গ্রেফতার করে।
https://www.ulipur.com/?p=28298
➤ আজ নাগেশ্বরী নিলুরখামার ও হাসনাবাদ গণহত্যা দিবস
আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) নাগেশ্বরী নিলুরখামার ও হাসনাবাদ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে নাগেশ্বরীর সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার ও হাসনাবাদে অসংখ্য নিরাপরাধ বাঙালিদের উপর নারকীয় হত্যাযজ্ঞ চালায় রাজাকার ও পাকিস্তানি হানাদার বাহিনী।
https://www.ulipur.com/?p=28288