পেট্রোবাংলার কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল) জনবল নিয়োগের জন্য একসঙ্গে তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৭ ক্যাটাগরির শূন্য পদে মোট ১৪০ জনকে নিয়োগ দেবে। শূন্য পদগুলো হলো ৯তম থেকে ১০তম গ্রেড পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত যোগ্যতা অনুযায়ী নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
১. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (হিসাব)
পদসংখ্যা: ১১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণিতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তরসহ সম্মানে দ্বিতীয় শ্রেণি/সিএ অথবা আইসিএমএ (ইন্টারমিডিয়েট)/এমবিএ ডিগ্রী থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
গ্রেড: ০৯
২. পদের নাম: সহকারী কর্মকর্তা (হিসাব)
পদসংখ্যা: ০৮
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিষয়ে স্নাতকোত্তর অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতাসমেত বি.কম ডিগ্রী থাকতে হবে।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
গ্রেড: ১০
৩. পদের নাম: সহকারী কর্মকর্তা (সাধারণ)
পদসংখ্যা: ১৯
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর অথবা প্রশাসনিক ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতাসমেত স্নাতক ডিগ্রী।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
গ্রেড: ১০
৪. পদের নাম: সহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ৪০
ডিসিপ্লিন: (ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ৬, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ৮, সিভিল ইঞ্জিনিয়ারিং ৬, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ৮ ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ১২)
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা পাঁচ বছরের অভিজ্ঞতাসমেত সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং।
অন্যান্য যোগ্যতা: কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/ শ্রেণি/ সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
গ্রেড: ০৯
৫. পদের নাম: উপসহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ১৬
ডিসিপ্লিন: (সিভিল ৩, মেকানিক্যাল ৫, ইলেকট্রিক্যাল ৩, কম্পিউটার ৪ ও আর্কিটেকচার ১)
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং।
অন্যান্য যোগ্যতা: কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/ শ্রেণি/ সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
গ্রেড: ১০
৬. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (কারিগরি)
পদসংখ্যা: ১৪
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণিতে এমএসসি ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণিতে এমএসসি ডিগ্রীসহ বিএসসি (সম্মান) দ্বিতীয় শ্রেণি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/ শ্রেণি/ সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
গ্রেড: ০৯
৭. পদের নাম: সহকারী কারিগরি কর্মকর্তা
পদসংখ্যা: ১৪
শিক্ষাগত যোগ্যতা: এমএসসি ডিগ্রি অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতাসহ বিএসসি ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/ শ্রেণি/ সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
গ্রেড: ১০
আবেদনকারীর বয়সসীমা: আবেদনকারীর বয়স আগামী ২০ ডিসেম্বর ২০২৩ তারিখে সর্বোচ্চ বয়স ৩০ বছর পর্যন্ত। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত হতে হবে।
দেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
আবেদন ফি: আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদনে ক্রমিকে উল্লিখিত ৯ম গ্রেডের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ৬৬৯/- টাকা এবং ক্রমিকে ১০ম গ্রেডের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ৫৫৭.৫০ টাকা অফেরতযোগ্য অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
আবেদনের লিংক: http://tgtdcl.teletalk.com.bd
আবেদনের সময়সীমা: ২৫ নভেম্বর সকাল ১০টা থেকে ২০ ডিসেম্বর ২০২৩, বিকাল ৫টা পর্যন্ত।
সূত্র: তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল)।