জরীফ উদ্দীন:
ঢাকা-চিলমারী(কুড়িগ্রাম) রুটে আন্তঃনগর ট্রেন চালু এবং সোনাহাট স্থলবন্দর থেকে কুড়িগ্রাম পর্যন্ত রেলপথ সংযুক্ত করার দাবিতে সরকারী রেলপরিদর্শক এর আগমন উপলক্ষে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গনকমিটি কুড়িগ্রাম এর পক্ষে থেকে একযোগে কুড়িগ্রাম জেলার সকল রেল ষ্টেশনে গণকমিটির কর্মী ও নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি সহ শত শত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য গত ০৭ সেপ্টেম্বর চিলমারীতে আনুষ্ঠিত, সুধীসমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী আন্তঃনগর ট্রেন চালু সহ ডেমু ট্রেন চালুর প্রতিশ্রুতি দিয়েছেন।
সরকারি রেল পরিদর্শক জনগনের আন্তঃনগর ট্রেন এবং সোনাহাট স্থলবন্দর থেকে কুড়িগ্রাম পর্যন্ত রেলপথ এর দাবিটি যৌক্তিক বলে মনে করেন এবং তাঁর রিপোর্টের মাধ্যমে তিনি বিষয় টি উর্ধ্ধতন কর্তৃপক্ষের নিকট তুলে ধরবেন বলে আশ্বস্ত করেন।
কুড়িগ্রামে প্রক্যেক স্টেশনে পৃথক পৃথক ভাবে সমাবেশ ও ফুলের শুভেচ্ছা ও স্বারকলিপি প্রদান অনুষ্ঠান পালিত হয়।
কুড়িগ্রাম স্টেশনের সমাবেশে বক্তব্য রাখেন রেল-নৌ যোগাযোগ পরিবেশ উন্নয়ন গণকমিটির সহ-সভাপতি প্রভাষক আব্দুল কাদের,সাধারন সম্পাদক অধ্যক্ষ হারুন মিলন ,ভূরুঙ্গামারী প্রতিনিধি মোঃ আপেল মাহমুদ ,জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক রাশেদুজ্জামান বাবু, বাংলাদেশ রেলওয়ের আইন উপদেষ্টা এডভোকেট শহিদুল ইসলাম সাজু ও প্রথম আলোর স্টাফ রিপোর্টার সফি খান।
পাঁচপীর স্টেশনে বক্তব্য রাখেন গণকমিটি, পাঁচপীর শাখার সভাপতি এমদাদুল হক, সহ সভাপতি প্রভাষক আব্দুস শহীদ চৌধুরী, সাধারণ সম্পাদক জরীফ উদ্দীন সহ লিটন, রাসেল, স্বপন প্রমূখ।
উলিপুর স্টেশনে বক্তব্য রাখেন, গণকমিটি, উলিপুর শাখার সভাপতি আপন আলমগীর, সাধারণ সম্পাদক নুর আমিন সাংবাদিক স্বাধীন, মাসুম সহ গণকিমির নেতৃবৃন্দ।
রাজারহাট স্টেশনে বক্তব্য রাখেন, খন্দকার আরিফ ছাড়াও গণকিমিটির নেতৃবৃন্দ।
এছাড়াও রমনা স্টেশনে জামিউল ইসলাম বিদ্যুত ছাড়াও গণকিমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।