|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, নভেম্বর ১৪, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ ফুলবাড়ীতে তেলাপোকা মারার বিষ খেয়ে শিশুর মৃত্যু
বাড়ির তেলাপোকা মারার জন্য বাজার থেকে ওষুধ এনে ঘরে রাখেন নিশানের বাবা। শিশুটি সবার অজান্তে সেই ওষুধ খেয়ে জ্ঞান হারায়। পরে তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
➤ কুড়িগ্রামে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে। ডায়াবেটিক সমিতির উদ্যোগে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে ডায়াবেটিক হাসপাতাল চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে।
https://www.ulipur.com/?p=28268
➤ নাগেশ্বরীতে চোরাই মালামাল উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
কচাকাটা থানাধীন মাদারগঞ্জ গ্রামস্থ বাদী মোঃ আবু রায়হান ওরফে আওলাদ শুক্রবার (০৩ নভেম্বর) মাদারগঞ্জ বাজারে তার ভাই ভাই নামীয় ওয়ার্কশপ রাত অনুমানিক ১০ টায় বন্ধ করে বাড়িতে যায়। পরের দিন সকাল আনুমানিক ৮ টায় তিনি ওয়ার্কশপ খুলে দেখতে পায় তার ওয়ার্কশপের মালামাল চুরি হয়েছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে কচাকাটা থানায় নিয়মিত মামলা রুজু করা হয় এবং তাৎক্ষণিকভাবে কচাকাটা থানার একটি চৌকস টিম গোপন তথ্য সংগ্রহ ও অনুশন্ধান করে কচাকাটা থানা এলাকা থেকে চোরাইকৃত মালামাল উদ্ধারসহ চুরির সাথে জরিত থাকা এসব অভ্যাসগত চোরকে গ্রেফতার করে।
https://www.ulipur.com/?p=28272
➤ ভূরুঙ্গামারী হানাদার মুক্ত দিবস আজ
আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) ভূরুঙ্গামারী হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে এই দিনে ভূরুঙ্গামারী উপজেলা পাক হানাদার বাহিনীর কবল থেক মুক্ত হয়। এটি দেশের প্রথম হানাদারমুক্ত উপজেলা হলেও মেলেনি সরকারি কোনো স্বীকৃতি।
https://www.ulipur.com/?p=28255