।। নিউজ ডেস্ক ।।
নাগেশ্বরীর কচাকাটা ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে চোরাই মালামাল উদ্ধারসহ ৪ জন অভ্যাসগত চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ আরিফ হোসেন, মোঃ কাশেম আলী, শ্রী করিমন ও মোঃ রাহিমুল।
পুলিশ জানায়, কচাকাটা থানাধীন মাদারগঞ্জ গ্রামস্থ বাদী মোঃ আবু রায়হান ওরফে আওলাদ শুক্রবার (০৩ নভেম্বর) মাদারগঞ্জ বাজারে তার ভাই ভাই নামীয় ওয়ার্কশপ রাত অনুমানিক ১০ টায় বন্ধ করে বাড়িতে যায়। পরের দিন সকাল আনুমানিক ৮ টায় তিনি ওয়ার্কশপ খুলে দেখতে পায় তার ওয়ার্কশপের মালামাল চুরি হয়েছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে কচাকাটা থানায় নিয়মিত মামলা রুজু করা হয় এবং তাৎক্ষণিকভাবে কচাকাটা থানার একটি চৌকস টিম গোপন তথ্য সংগ্রহ ও অনুশন্ধান করে কচাকাটা থানা এলাকা থেকে চোরাইকৃত মালামাল উদ্ধারসহ চুরির সাথে জরিত থাকা এসব অভ্যাসগত চোরকে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত ৪ জন আসামী কচাকাটা থানা এলাকার অভ্যাসগত চোর। তাদের চোরাই মালামালসহ গ্রেফতার করেছে কচাকাটা থানা পুলিশ।