।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে। ডায়াবেটিক সমিতির উদ্যোগে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে ডায়াবেটিক হাসপাতাল চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে হাসপাতাল চত্ত্বরে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি প্রফেসর মোঃ আফতাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ মঞ্জুর-এ-মুর্শেদ ও পুলিশ সুপার আল-আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এসময় আরও বক্তব্য রাখেন ডায়াবেটিক সমিতির মহাসচিব ও পৌর মেয়র কাজিউল ইসলাম, সমিতির সমন্বয়কারী দুলাল বোস প্রমুখ।
ডায়াবেটিস প্রতিরোধে শৃঙ্খলাবদ্ধ জীবন-যাপন ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিস ঝুঁকি কমানো সম্ভব বলে মনে করেন বক্তারা। পরে ডায়াবেটিক হাসপাতালের সম্প্রসারিত ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের অতিথিরা।