|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, নভেম্বর ১২, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ চিলমারীতে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল, পুলিশি বাঁধায় ছত্রভাঙ্গ
চিলমারীতে যুবদলের উদ্যোগে অবরোধ সমর্থনে বিক্ষোভ, পুলিশি বাঁধায় ছত্রভঙ্গ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডাকা নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে, সারাদেশে ৪র্থ ধাপের অবরোধ সমর্থনে বিক্ষোভ করেছে যুবদল ও ছাত্রদল। মিছিলটি বালাবালিহাট রেল স্টেশন এলাকা থেকে বের হয়ে প্রধান সড়ক হয়ে বালাহাট হাট মালেকমোড় এলাকায় আসলে পুলিশি বাঁধায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
➤ চিলমারীতে গাছের শরীরে প্রচারণার পেরেক, নেই আইনের তোয়াক্কা
চিলমারী জুড়ে বিভিন্ন সড়কের পাশে গাছের মধ্যে লাগানো বিজ্ঞাপন বোর্ডে সয়লাব। শুধু গাছ নয় বিজ্ঞাপনের হাত থেকে রক্ষা পাচ্ছে না সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর ও বিদ্যুতিক খুটি। এতে করে পরিবেশের সৌন্দর্য্য নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্যের উপর বিরূপ প্রভাব পড়ছে। কথায় আছে গাছ মানুষের পরম বন্ধু।
https://www.ulipur.com/?p=28198
➤ উলিপুরে কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলা
প্রায় এক বছর আগে দুর্গাপূজার সময় আসামী শান্ত চন্দ্র রায়ের সাথে কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। শুক্রবার বিকেলে শান্ত ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে পৌর শহরের নাওডাঙ্গার বিলে ডেকে নেন। পরে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রেমিকের সাথে ঘোরাঘুরি করেন। এরপরে শান্ত কিশোরীকে অজ্ঞাত অটোরিকশায় তুলে দেওয়ার সময় বাকি আসামীরা কৌশলে শান্তকে অটোরিকশায় করে উলিপুর বাজারের দিকে পাঠিয়ে দেয়।
https://www.ulipur.com/?p=28214
➤ কুড়িগ্রামে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত
গ্রামীণ খেলাধুলার মধ্যে ছিল বিস্কুট দৌড়, হাড়িভাঙ্গা, বালিশ খেলা, সুঁই-সুতা, সাঁতার, চোখ বেঁধে হাঁস ধরা, তৈলাক্ত কলা গাছ বেয়ে চড়া, পানিতে বলিশ খেলা ও যেমন খুশি তেমন সাজ। সকল বয়সের শতাধিক নারী-পুরুষ ৯টি খেলায় অংশগ্রহণ করেন।
https://www.ulipur.com/?p=28221