।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে ছাত্রীদের মাঝে স্যানিটারি সামগ্রী বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম সদর উপজেলার নির্বাচিত চারটি মাধ্যমিক বিদ্যালয়ের ২শ’ ৮৩ জন ছাত্রীর মাঝে সপ্তাহব্যাপী এসব স্যানিটারী সামগ্রীর প্যাকেজ বিতরণ করা হয়।
আন্তর্জাতিক দাতা সংস্থা মুসলিম এইড-ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিস এর আর্থিক সহায়তায় ও জাতীয় উন্নয়ন সংস্থা ইএসডিও’র বাস্তবায়নাধীন “ÒCommunity Support For Inclusive and Equitable Education across 15 Schools in Kurigram District (CBM-III Project)” প্রকল্পের আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।
প্রতি প্যাকেজে ২ প্যাকেট স্যানিটারী ন্যাপকিন, ২টি গোসলের সাবান, ২টি কাপড় কাচার সাবান ও এক বোতল স্যাভলন (২৫০ মিলি) দেওয়া হয়। এসব স্যানিটারী সামগ্রী কুড়িগ্রাম সদর উপজেলার লক্ষীকান্ত আদর্শ উচ্চ বিদ্যালয়, ভোগডাঙ্গা আব্দুল করিম উচ্চ বিদ্যালয়, ঘোগাদহ উচ্চ বিদ্যালয় ও হাজী ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রতিটি স্কুল ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোঅর্ডিনেটর-এডুকেশন ও সিবিএম-৩ প্রকল্পের ফোকাল মো: শাহ ওয়ালি উল্লাহ, ইএসডিও’র এপিসি নির্মল মজুমদার, প্রকল্প ব্যবস্থাপক মো: মইন উদ্দীন, প্রজেক্ট ইঞ্জিনিয়ার মঈদুল ইসলাম, টেকনিক্যাল অফিসার শাম্মি আক্তার, অ্যাডমিন ও অ্যাকাউন্টস অফিসার মহাদেব চন্দ্র রায় প্রমুখ।
উল্লেখ্য, সিবিএম-৩ প্রকল্পটি কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ৬টি ইউনিয়নের ১০টি মাধ্যমিক এবং ৫টি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ, শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও সমতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।