।। উপজেলা প্রতিনিধি ।।
বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি দু’দপ্তরের নেই সমন্বয় সাথে নাব্যতা সংকট ফের বন্ধ ফেরি চলাচল। চিলমারী-রৌমারী নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ হওয়ায় আবারও দেখা দিয়েছে ভোগান্তি। পারাপারের অপেক্ষায় প্রায় অর্ধশতাধিক পণ্যবাহী গাড়ি। এই রুটের ৪ টি স্থানে সৃষ্টি হয়েছে নাব্যতা সংকট দেখা দিয়েছে সমস্যা, রয়েছে কর্তৃপক্ষের গাফিলতি। দ্রুত ডেজিং করা না হলে অনির্দিষ্ট কালের জন্য ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানালেন বিআইডব্লিউটিসি এর কর্তৃপক্ষ। ঘাটে এসে আটকে পড়েছে পণ্যবাহী ট্রাক। ফলে দুর্ভোগে পড়েছে চালক, যাত্রী ও যানবাহন শ্রমিকরা। শুরুতেই কর্তৃপক্ষের উদাসীনতার ফলে জনসাধারণ হয়ে পড়েছে হতাশ।
জানা গেছে, উন্নয়নের আরও এক ধাপ এগিয়ে নিতে চিলমারী-রৌমারী নৌ-রুটে চালু করা হয় ফেরি। বুধবার (২০ সেপ্টেম্বর) উদ্বোধনের মাধ্যমে ফেরি কুঞ্জলতার যাত্রা শুরু হয়। ফেরি যুক্ত হওয়ায় ব্যাপক চাহিদা বেড়ে যায়। চাহিদা বৃদ্ধি পাওয়ায় ২য় ফেরি বেগম সুফিয়া কামাল যুক্ত করা হয় এই রুটে। এলাকায় বেড়ে যায় আনন্দ, পণ্যবাহী চালকরাও ফিরে পায় স্বস্তি। কিন্তু ১ মাস যেতে না যেতেই নাব্যতা সংকট দেখিয়ে সরিয়ে নেয়া হয় ফেরি বেগম সুফিয়া কামাল। আবারও বেড়ে যায় ভোগান্তি। ভোগান্তি দূর করতে কর্তৃপক্ষ চিলমারী-রৌমারী নৌ-রুটে যুক্ত করে ফেরি কদম। কদম যুক্ত হওয়ার কয়েক দিনের মাথায় নাব্যতা সংকটের কারণে শুক্রবার (১০ নভেম্বর) থেকে ফেরি কুঞ্জলতা ও কদম দুটি ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
ফেরি দুটির মাস্টার অফিসার জানান, নাব্যতা সংকটের কারণে গত কয়েকদিন থেকে ঝুঁকি নিয়ে ফেরি চালানো হলেও বর্তমানে আর সম্ভব হচ্ছে না। তাই কর্তৃপক্ষের সিন্ধান্ত অনুযায়ী আপাতত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
ফের ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ায় চিলমারী ও রৌমারী ঘাটে ফেরি পারাপরের অপেক্ষায় থাকা পণ্যবাহী গাড়ি নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও চালকরা সাথে লোকসানও গুনতে হচ্ছে বলে জানালেন ব্যবসায়ীরা।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চিলমারী-রৌমারী নৌ-রুটের চিলমারী এলাকার ব্যাংকমারা, ফকিরেরহাট, রৌমারী বলতমারী ও রৌমারী ঘাটের কাছে, নাব্যতা সংকট দেখা দিয়েছে এবং সৃষ্টি হয়েছে ডুবোচরের। নিয়মিত ভাবে ড্রেজিং না করায় উক্ত নৌপথ সচল থাকছেনা।
বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানান, ফেরি চলাচল ঠিক রাখতে বিভিন্ন স্থানে ড্রেজিং অব্যাহত রয়েছে। এদিকে নাব্যতা সংকটের কারণে এ নৌ-রুটের উপর নির্ভর সাধারণ মানুষরাও চরম ভোগান্তির শিকার হচ্ছে। বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি দুটি দপ্তরের সমন্বয়ের অভাব সাথে গাফিলতির কারণে চিলমারী-রৌমারী নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ হতে বসেছে জানিয়ে এলাকার আমিনুল, আঃ রহিম, নুরআলমসহ অনেকে বলেন, কর্তৃপক্ষরা নাটক শুরু করেছে আর সাধারণ মানুষ পড়েছে বিপাকে লোকসান গুনছে ব্যবসায়ীরা।
নাব্যতা সংকটের কারণে আপাতত ফেরি দুটি চলাচল বন্ধ রাখা হয়েছে জানিয়ে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারী ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, এই নৌ-রুটের বিভিন্ন স্থানে নাব্যতা সংকট, সাথে ডুবোচর সৃষ্টি হওয়ায় ফেরি চলাচলে বিঘ্নতা সৃষ্টি হচ্ছে। তিনি আরও জানান, ফেরি চলাচলের জন্য আমাদের পানি দেন রুট সচল করতে ডেজিং ও ঘাট সাথে রাস্তা দিলে ফেরি চলাচল ঠিক থাকবে।
//নিউজ/চিলমারী//সোহেল/নভেম্বর/১১/২৩