|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, নভেম্বর ০৯, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ চিলমারীতে অবরোধ সমর্থনে ছাত্র ও যুবদলের অবস্থান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ডাকা সারাদেশে অবরোধ অবস্থান কর্মসূচি করেছে চিলমারী উপজেলার ছাত্রদল ও যুবদল। বৃহস্পতিবার সকালে রমনা ও বালাবাড়ি হাট রেল স্টেশনের মধ্যবর্তী এলাকায় রেল সড়কে অবস্থান নেয় এবং অবস্থান কর্মসূচি পালন করে।
➤ উলিপুরে ক্রীড়া সামগ্রী বিতরণ
উলিপুরে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় রংপুর জেলা ক্রীড়া অফিসের পক্ষথেকে উলিপুর আদর্শ মহাবিদ্যালয়ে একটি ফুটবল, একসেট দাবা, নেটসহ একটি ভলিবল প্রদান করা হয়। রংপুর জেলা ক্রীড়া অফিসার আসাদুজ্জামান কলেজের অধ্যক্ষ ছাইফুর রহমানের হাতে এসব খেলার সামগ্রী তুলে দেন।
➤ ফুলবাড়ীতে ৪৫ বোতল ফেন্সিডিলসহ মোটরসাইকেল জব্দ
ফুলবাড়ীতে একটি মোটরসাইকেলের ট্যাংকির ভিতরে অভিনব কায়দায় রাখা ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
https://www.ulipur.com/?p=28133
➤ কুড়িগ্রামে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৬
পুলিশ জানায়, জিআর ওয়ারেন্ট মূলে ০১ জন (কুড়িগ্রাম), সিআর ওয়ারেন্ট মূলে ১৬ জন (কুড়িগ্রাম-০২, নাগেশ্বরী-০১, ফুলবাড়ী-০২, ভূরুঙ্গামারী-১০, রৌমারী-০১), নিয়মিত মামলায় গ্রেফতার ০৭ জন (কুড়িগ্রাম-০৪, নাগেশ্বরী-০২, ভূরুঙ্গামারী-০১), পূর্বের মামলায় ০২ জন (কুড়িগ্রাম-০১, নাগেশ্বরী-০১) সহ মোট ২৬ জন আসামীকে গ্রেফতার করে।
https://www.ulipur.com/?p=28140
➤ উলিপুরে ডিমের ভিতর মিলেছে এক অদ্ভুত জীব
উলিপুরে হাঁসের ডিমের ভিতর থেকে বেরিয়ে এল অদ্ভুত দর্শন এক জীব। ঠিক দেখতে যেন সাপের বাচ্চার মতো। এরকম চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে থেতরাই ইউনিয়নের হারুনেফড়া বটতলা এলাকার ফিরোজ আলমের বাড়িতে। অদ্ভুত দর্শনের ওই জীবটি দেখার জন্য এলাকার মানুষের ভিড় জমে যায় তার বাড়িতে।
https://www.ulipur.com/?p=28147
➤ রাজিবপুরে বৈদ্যুতিক শটসার্কিটের আগুনে বসতবাড়ি পুড়ে ছাই
নুরুল ইসলামের বসতভিটা ছাড়া আর কোন জমিজমা নেই। কিছু আবাদি জমি ছিলো সেগুলোও নদী গর্ভে বিলিন হয়ে গেছে। ইমামতি করার বিনিময়ে সামান্য সম্মানী পান তাই দিয়ে পরিবার পরিজন নিয়ে কোন রকমে জীবনযাপন করতেন তিনি। বসতবাড়ি নির্মাণে সমাজের বিত্তশালী ও উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন নুরুল ইসলাম।
https://www.ulipur.com/?p=28154