।। লাইফস্টাইল ডেস্ক ।।
মানুষ তার অতীতের ঘটে যাওয়া কমবেশি অনেক ঘটনাই ভুলে যায়। কিন্তু জানেন কি? কেন মানুষ তাদের অতীত ভুলে যায়। সাধারণত ভুলে যাওয়ার কারণ দু’ধরণের হয়ে থাকে, নরমাল কজেজ অব ফর্গেটিং বা সাধারণ কারণ এবং অ্যাবনর্মাল কজেজ অব ফর্গেটিং বা অস্বাভাবিক কারণ। অন্যান্য ব্যক্তিদের থেকে মানসিক শক, মানসিক অসুখ, দুশ্চিন্তা, সময় চলে যাওয়া, পদ্ধতির পরিবর্তন, প্রতিবন্ধকতা ও অনুপ্রেরণার অভাব এবং বিশেষ করে অস্বাভাবিক কিছু যেমন- মারাত্মক কোনো দুর্ঘটনার মাধ্যমে মেন্টালি ব্লক হয়ে গিয়ে সবকিছু ভুলে যেতে দেখা যায়।
এ ব্যাপারে বাংলাদেশ মেডিকেল কলেজের নিউরো মেডিসিন বিভাগের প্রধান ও নিউরোলজিস্ট ডা. সেহেলী জাহান বলেন, “মস্তিষ্কের একটি নির্দিষ্ট জায়গা, যা স্মৃতির প্রবেশপথ তাকে বলা হয় হিপ্পোক্যাম্পাস। এই এন্ট্রি পয়েন্টের উপরেই রোগটি আক্রমণ করে।” “এর অর্থ হচ্ছে ডিমেনশিয়া হলে হিপ্পোক্যাম্পাস শুকিয়ে ছোট হয়ে যায়। যখন এটি ভালো থাকে, এটি বিভিন্ন স্মৃতি সংগ্রহ করে জায়গা মতো গুছিয়ে রাখতে পারে। কিন্তু হিপ্পোক্যাম্পাস যখন নিজেই অসুস্থ হয়ে পড়ে তখন সে আর স্মৃতি গুছিয়ে রাখতে পারে না।”
জেনে নিন ভুলে যাওয়ার বেশকিছু কারণঃ-
★ কোনো কিছুতে অমনোযোগী থাকা ভুলে যাওয়ার অন্যতম কারণ
★ অতিরিক্ত মানসিক চাপ
★ অপর্যাপ্ত ঘুম
★ পরিবেশ বা স্থান পরিবর্তন
★ সময় স্বল্পতা
★ জীবনে ঘটে যাওয়া ঘটনাকে গুরুত্ব না দেওয়া
★ মেমরিতে সংরক্ষণ করে রাখা তথ্যের পুনরুদ্ধারে ব্যর্থতা
ডিমেনশিয়া রোগ হলে চিকিৎসাঃ-
ডিমেনশিয়া রোগের চিকিৎসাকে দুই ভাগে ভাগ করে করা যায়। ওষুধভিত্তিক যেমন- রিভাসটিগমিন, ডোনেপেজিল ও মেমানটিনজাতীয় এবং ওষুধ ছাড়া চিকিৎসা, খাদ্যে পর্যাপ্ত পুষ্টি ও ভিটামিন, সবিহেভিয়ারাল থেরাপি, অকুপেশনাল থেরাপি, নিয়মিত ব্যায়াম ও বুদ্ধিবৃত্তিক আলোচনা করার মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়।