|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, নভেম্বর ০৭, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ সংস্কার কাজের জন্য রাতে ভূরুঙ্গামারীর সোনাহাট ব্রিজে যান চলাচল বন্ধের ঘোষণা
এই সড়কপথে সন্ধ্যা ৭ টা থেকে পরদিন সকাল ৭ টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। এসময় সংস্কার কাজ পরিচালনা করবে সড়ক ও জনপথ বিভাগ। ২০ দিন মেরামত কাজ চলবে বলে সড়ক বিভাগ জানিয়েছে। এ সময় স্থল বন্দর থেকে ঢাকাগামী ও ঢাকা থেকে স্থলবন্দরগামী ভারী পণ্যবাহী ট্রাক ও সব ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
https://www.ulipur.com/?p=28088
➤ কুড়িগ্রামে ব্যানার ও ফেস্টুনের পেরেকে প্রাণ হারাচ্ছে অধিকাংশ গাছ
শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সড়কে লাগানো ছোট-বড় গাছের গায়ে লোহার পেরেক দিয়ে আটকানো হয়েছে অসংখ্য সাইন বোর্ড, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। বিভিন্ন গাছে ঝুলছে ব্যবসায়িক, চিকিৎসক এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার-প্রচারণার অসংখ্য ছোট-বড় সাইন বোর্ড, ব্যানার, ফেস্টুন ও বিজ্ঞাপন। পিছিয়ে নেই বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং সেন্টারগুলোও।
https://www.ulipur.com/?p=28095
➤ উলিপুরে মালিক সেজে গাছ বাগান বিক্রির অভিযোগে প্রতারক চক্রের বিরুদ্ধে মামলা
২০০৫ সালে ছাইফুর রহমান নামের এক কলেজ অধ্যক্ষ রেল স্টেশন এলাকায় ১৩ শতক জমি কেনেন। তিনি ওই জমিতে ইউক্যালিপটাস গাছের বাগান করেন। এরপর থেকে ওই এলাকার আনিছুর রহমান গাছগুলো দেখভাল করছিলেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) ওই প্রতারক চক্রের সদস্য হাবিবুর রহমান ও আব্দুর রাজ্জাক গাছের বাগানটি তাদের দাবি করে তিন লক্ষ টাকায় তবকপুর ইউনিয়নের উমানন্দ মাওলানা পাড়া এলাকার গাছ ব্যবসায়ী দুলাল মিয়ার কাছে বিক্রি করেন।
https://www.ulipur.com/?p=28098